গাজায় যুদ্ধবিরতির পর ফের ইসরায়েলি বাহিনীর ২০টিরও বেশি বিমান হামলায় ভয় ও আতঙ্কে ভুগছেন স্থানীয়রা। গাজা শহরের রাস্তায় নারীরা, শিশুরা সাংবাদিকদের জিজ্ঞেস করছেন, ‘আবার কি যুদ্ধ শুরু হয়ে গেল?’
একজন বাসিন্দা বলেন, ‘ইসরায়েল তাদের বন্দিদের ফেরত পেয়েছে, এখন তারা আবার আমাদের মারতে শুরু করেছে।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এমন হতাশা ও আতঙ্কে ভরা প্রতিক্রিয়া মিলছে সবখানে। যুদ্ধবিরতির পর অনেকে গাজা শহরে ফিরে এসেছিলেন, কিন্তু এখন তারা সীমিত একটি এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। উপর থেকে ড্রোনের গুঁজন শোনা যাচ্ছে, আর চারদিকে মৃত্যুভয় ঘনিয়ে আসছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিরা গত দুই বছর ধরে যুদ্ধের বিভীষিকা সহ্য করে চলেছেন। যুদ্ধবিরতির পর সামান্য নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকুও তাদের ভাগ্যে জোটেনি।

ডেস্ক রিপোর্ট 
























