ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল ভারতের ঢলে ভেঙে গেল ৩ নদীর বাঁধ, ডুবে গেল ৩০ গ্রাম কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক শিক্ষার্থীর মরদেহ ইরানের হাতে এসেছে চীনের আধুনিক হিউ কিউ-৯ এয়ার ডিফেন্স মিসাইল বিশ্ব আর কোনো সম্রাট চায় না: ট্রাম্পকে ব্রাজিলের প্রেসিডেন্টের হুঁশিয়ারি আগামী নির্বাচনে বেশির ভাগ মানুষ ভোটই দিতে যাবে না: মাসুদ কামাল যাত্রাবাড়ী গণহত্যা: ৫২ জন নিহতের বিবিসি অনুসন্ধান উন্মোচন করল ইতিহাসের নির্মম এক অধ্যায় প্রায় ৪০ বছর পর ফের ইরানে অস্ত্র সরবরাহ শুরু করল চীন জুলাই আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের পাঁচটি সামরিক স্থাপনায় সরাসরি আঘাত: রয়টার্স ও টেলিগ্রাফে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল-শিবির, সংঘর্ষে আহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শুক্রবার (২০ জুন) দুপুরে শহরের বনরূপা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে রাঙামাটি জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন কায়সার একটি ট্যাক্সিতে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাঙামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাহেদ বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, ছাত্রদল নেতাদের অভিযোগ—ছাত্রলীগ নেতাকে মারধরের সময় শিবিরের একজন সদস্য তাদের দুই নেতাকে ‘অকারণে’ আঘাত করেন।

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর শাহ বলেন, “সবাই যখন কায়সারকে মারছিল, তখন শিবিরের এক কর্মী আমাকে ও আকাশকে বিনা কারণে ঘুষি মারে। তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে।”

ছাত্রদল কর্মীরা তখন শিবিরকর্মীদের ওপর পাল্টা হামলা চালায়, এতে শিবিরের অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায় এবং উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা জামায়াতের জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, “ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী কায়সারকে আটকের সময় চেনার অভাবে ছাত্রদল-শিবিরের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদও একই সুরে বলেন, “ঘটনার সময় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে সংঘর্ষ হয়েছে। আমরা বসে সমাধানের চেষ্টা করছি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল ছাত্রদল-শিবির, সংঘর্ষে আহত ৫

আপডেট সময় ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শুক্রবার (২০ জুন) দুপুরে শহরের বনরূপা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং অন্তত পাঁচজন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে রাঙামাটি জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন কায়সার একটি ট্যাক্সিতে করে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীরা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে এবং তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাঙামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাহেদ বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কায়সারকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

ঘটনার সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, ছাত্রদল নেতাদের অভিযোগ—ছাত্রলীগ নেতাকে মারধরের সময় শিবিরের একজন সদস্য তাদের দুই নেতাকে ‘অকারণে’ আঘাত করেন।

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর শাহ বলেন, “সবাই যখন কায়সারকে মারছিল, তখন শিবিরের এক কর্মী আমাকে ও আকাশকে বিনা কারণে ঘুষি মারে। তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে।”

ছাত্রদল কর্মীরা তখন শিবিরকর্মীদের ওপর পাল্টা হামলা চালায়, এতে শিবিরের অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায় এবং উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা জামায়াতের জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, “ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী কায়সারকে আটকের সময় চেনার অভাবে ছাত্রদল-শিবিরের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।”

রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদও একই সুরে বলেন, “ঘটনার সময় অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির কারণে সংঘর্ষ হয়েছে। আমরা বসে সমাধানের চেষ্টা করছি।”