মেসিকে হারানোর ভয়ে আছে বার্সা

ক্ষুদে যাদুঘর নামে পরিচিত লিওনেল মেসি পুরো বিশ্বেই একজন ভয়ঙ্কর ফুটবলার এবং নামীদামি তারকা হিসেবেই পরিচিত। তবে এই মেসিকে নিয়েই দারুন ভয়ে আছে বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট। কবে যে মেসিকে বেশি দামে হাকিয়ে নিয়ে যাওয়া হয় অন্য দলে,

মেসির দিকে যাতে কেউ হাত না বাড়ায় সেজন্যই ৭০০ মিলিয়ন ইউরোর (৭০ কোটি ইউরো) আকাশছোঁয়া বাইআউট ক্লজ বা রিলিজ ক্লজ নির্ধারণ করেছে বার্সা। টাকার অঙ্কে ৭ হাজার ১৯২ কোটি ৩৬ লাখের বেশি!

নেইমারের ট্রান্সফার ফি-ই অনেকে অসম্ভব ভেবেছিলেন। সর্বকালের অন্যতম সেরা মেসিকে পেতে রেকর্ড দাম দেয়ার সামর্থ্য রাখে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি কিংবা কাতারি পেট্টোডলারে তারকাসমৃদ্ধ পিএসজি। এ নিয়েই যত ভয় বার্সার!

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে পাঞ্চো স্ক্রোডার বলেন, ‘আমরা একটি ধারা সেট করেছি যেখানে ভেবেছি মেসির বার্সেলোনায় অবসর নেওয়ার জন্য এটা যথেষ্ট। কিন্তু এক বছর আগে আমরা চিন্তা করেছিলাম নেইমারের রিলিজ ক্লজও তাকে ধরে রাখার জন্য যথেষ্ট হবে। গত সামারে এটা ভুল প্রমাণিত হয়েছে।’

‘ভবিষ্যতের দিকে তাকিয়ে, আমি মনে করি এটা কঠিন। কিন্তু আমার কাছে ক্রিস্টাল বল নেই এবং বর্তমান দিনে সবকিছু কিছুটা পাগলাটে (ট্রান্সফার মার্কেট) হয়ে যাচ্ছে।’

চলতি মৌসুম দুর্দান্ত কাটছে বার্সার প্রাণভোমরার। লা লিগায় এখন পর্যন্ত ২৪টি গোল করে ব্যাক-টু-ব্যাক ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের দৌড়ে ছুটছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ৩২ বার।