জাহিদ শিকদার, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া আব্দুর রশিদ ডিগ্রি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, জামে মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থানে শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।
এসময় বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ,কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান ঈশা, বাউফল সরকারি কলেজে সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সদস্য মিরাজ হোসেন,
কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ,কাছিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহামুদ হাসান,সাধারণ সম্পাদক আল আমিন হোসেন,কাছিপাড়া ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি আল আমিন, সহ ছাত্রদলের উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।