ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ১০ দিন পার হলেও সহিংসতা থামেনি। রবিবার ইসরায়েলের বিমান হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমস জানায়, দক্ষিণ গাজার রাফায় হামাসের ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েল পাল্টা বোমা হামলা চালায়। হামাস এ হামলার দায় অস্বীকার করেছে।
এদিকে ইসরায়েলের অতি-ডানপন্থি নেতা বেজালেল স্মোট্রিচ সামাজিকমাধ্যমে ‘যুদ্ধ’ লিখে নতুন করে অভিযান শুরুর আহ্বান জানান।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূতরা শিগগিরই ইসরায়েল সফরে যাচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে যেতে পারেন বলে জানিয়েছেন।
গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ ৯ জন নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের আল-আকসা হাসপাতালে নেওয়া হলে সেখানে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুদ্ধবিরতি বজায় রাখতে উভয় পক্ষের নতুন প্রতিশ্রুতি সত্ত্বেও পরিস্থিতি রয়ে গেছে উত্তেজনাপূর্ণ। সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি প্রথম পরীক্ষায় টিকে থাকলেও এর স্থায়িত্ব এখন বড় প্রশ্ন।

ডেস্ক রিপোর্ট 

























