ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র উন্মুক্ত মাঠে এবছরের সব তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করলেন মিজানুর রহমান আজহারী আরিফিন শুভর রাজউকের ১০ কাঠার প্লট ফিরিয়ে দিতে বললেন পরিচালক শেখ হাসিনা ও আ. লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে: প্রেসসচিব দুর্নীতি-দুঃশাসন মুক্তিতে কারও সাথে আপস করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান জবিতে ছাত্রশিবিরের উদ্যোগে জমকালো কাওয়ালি সন্ধ্যা দলগুলো না পারলে গণভোট নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: প্রেস সচিব কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম  সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: “ঠিক মনে হয়নি” — ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তার কাছে “ঠিক মনে হয়নি”, তাই বৈঠক বাতিল করেছেন।

তবে ভবিষ্যতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছি। আমার কাছে ঠিক মনে হয়নি। মনে হয়নি আমরা যে জায়গায় পৌঁছাতে চাই, সেখানে যেতে পারব। তাই আমি তা বাতিল করেছি। তবে ভবিষ্যতে অবশ্যই তা করব।”

আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, “সত্যি বলতে কী, আমি যতবার ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু কোনো ফল আসে না। আসলে ওই আলোচনা দিয়ে কোথাও পৌঁছানো যায় না।”

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার “সদিচ্ছার অভাবে” দেশটির বৃহত্তম দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞা বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হলো সময় হয়েছে। আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এগুলো বিশাল নিষেধাজ্ঞা। আমরা আশা করছি, এগুলো দীর্ঘস্থায়ী হবে না। আমরা চাই যুদ্ধটা দ্রুত বন্ধ হোক।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

পুতিনের সঙ্গে বৈঠক বাতিল: “ঠিক মনে হয়নি” — ট্রাম্প

আপডেট সময় ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের বিষয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি তার কাছে “ঠিক মনে হয়নি”, তাই বৈঠক বাতিল করেছেন।

তবে ভবিষ্যতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছি। আমার কাছে ঠিক মনে হয়নি। মনে হয়নি আমরা যে জায়গায় পৌঁছাতে চাই, সেখানে যেতে পারব। তাই আমি তা বাতিল করেছি। তবে ভবিষ্যতে অবশ্যই তা করব।”

আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, “সত্যি বলতে কী, আমি যতবার ভ্লাদিমিরের সঙ্গে কথা বলি, ভালো আলোচনা হয়, কিন্তু কোনো ফল আসে না। আসলে ওই আলোচনা দিয়ে কোথাও পৌঁছানো যায় না।”

এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার “সদিচ্ছার অভাবে” দেশটির বৃহত্তম দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞা বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হলো সময় হয়েছে। আমরা অনেক দিন অপেক্ষা করেছি। এগুলো বিশাল নিষেধাজ্ঞা। আমরা আশা করছি, এগুলো দীর্ঘস্থায়ী হবে না। আমরা চাই যুদ্ধটা দ্রুত বন্ধ হোক।”