বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, তারা সকল ফিলিস্তিনি রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে একটি জাতীয় সংলাপে বসতে যাচ্ছে এবং গাজা ও পশ্চিম তীরের কল্যাণে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে।
কাসেম আরও বলেন:
- হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও অন্যান্য জাতীয় শক্তির প্রতি হাত বাড়িয়ে সংলাপে আগ্রহ প্রকাশ করছে এবং কর্তৃপক্ষকে এই সংলাপে অংশ গ্রহণের আহ্বান জানায়।
- তিনি দাবি করেন যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যাকে এড়িয়ে যাওয়া উচিত নয় এবং কর্তৃপক্ষকে গাজায় বিদ্যমান জাতীয় ঐকমত্যের সঙ্গে খাপ খাইয়ে সংলাপে আসতে হবে।
- বর্তমান পরিস্থিতি শুধু হামাসের জন্য নয়, গাজা ও পশ্চিম তীরের সমস্ত ফিলিস্তিনি জনগণের জন্যই বিপজ্জনক বলে তিনি সতর্ক করেন।
- কাসেম যুদ্ধবিরতি চুক্তির সকল শর্তাবলীর বাস্তবায়নের প্রতি হামাসের পূর্ণ প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছেন এবং মধ্যস্থতাকারীদের ওপর ইসরাইলকে চুক্তি মেনে চলার জন্য চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
- তিনি জানান, চুক্তির প্রথম পর্যায়ে জীবিত জিম্মি ও কিছু দেহাবশেষ হস্তান্তর করা হয়েছে; বাকিগুলো প্রদানের জন্য কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আরও আলোচনা ও স্পষ্টীকরণের প্রয়োজন রয়েছে।
- হামাসের মূল লক্ষ্য হিসেবে তিনি গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান যুদ্ধে “সম্পূর্ণ ও স্থায়ী সমাপ্তি” অর্জন করা উল্লেখ করেন।
কাসেম বলেন যে তারা তুরস্ক, মিশর ও কাতার থেকে স্পষ্ট নিশ্চয়তা পেয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সরাসরি আশ্বাস পাওয়া গেছে যে যুদ্ধ কার্যকরভাবে শেষ হয়েছে এবং চুক্তির শর্তাবলী বাস্তবায়নের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে শেষ করার নিশ্চয়তা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























