জাতীয় স্টেডিয়ামে আজ (শনিবার) অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ দলকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছে কূটনীতিকদের দল। ম্যাচটিতে উপদেষ্টা পরিষদের পক্ষে মাঠে নামেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমসহ অন্যান্য সদস্যরা।
ম্যাচ শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগেরবারও একই মাঠে ম্যাচ হয়েছিল এবং তারা জয় পেয়েছিলেন। তবে এবার প্রস্তুতি দুর্বল থাকায় হারতে হয়েছে। তিনি হাস্যরস করে বলেন, এবার কূটনীতিকরা আমেরিকানদের মাঠে নামায়নি—কারণ তারা ফুটবল খেলতে নয়, সকার খেলতে বেশি অভ্যস্ত। বরং ইউরোপিয়ান খেলোয়াড়েরাই এবার ভালো খেলেছে।
পরাজয়ের পরও আশাবাদী সজীব ভূঁইয়া জানিয়ে দেন—পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই তারা নামবেন মাঠে।

ডেস্ক রিপোর্ট 





















