ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান মিশরের উদ্দেশ্যে এনসিপি নেতা সারজিস আলম  সোহরাওয়ার্দী উদ্যানে গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম! সরাসরি করাচি-চট্টগ্রাম শিপিং চালু করলো পাকিস্তান ও বাংলাদেশ ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’ বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের চিন্তা এনসিপির ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা

সাভারের খাগানে সিটি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থীদের নামে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের খাগান এলাকায় সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি জানান, সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে অভিযোগপত্র পাওয়া গেছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা রুজু করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) সংঘর্ষের দিন সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান সংবাদ সম্মেলনে বলেছিলেন, আর্থিক ক্ষতিপূরণ না পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।

অন্যদিকে, মঙ্গলবার (২৮ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির সংবাদ সম্মেলনে সিটি বিশ্ববিদ্যালয়ের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিকল্পিত হামলার শিকার হয়েছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। তাদের জিম্মি করে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।”

উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর থুথু পড়া নিয়ে বিরোধ শুরু হয় খাগানের ব্যাচেলর প্যারাডাইসের সামনে। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা সংঘর্ষে প্রায় ২৫০ শিক্ষার্থী আহত হন। বিক্ষুব্ধরা অন্তত ৭টি যানবাহন ভাঙচুর ও ৫টিতে অগ্নিসংযোগ করেন। ক্ষতিগ্রস্ত হয় সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের ব্যাচেলর প্যারাডাইস ভবন।

দুই বিশ্ববিদ্যালয়ই সাভার থানার আওতাধীন এলাকায় অবস্থিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিছু ভুলের জন্য এনসিপিকে কঠিন পথ পাড়ি দিতে হবে: জিল্লুর রহমান

সাভারের খাগানে সিটি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ড্যাফোডিল শিক্ষার্থীদের নামে মামলা

আপডেট সময় ০৩:৫৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ঢাকার সাভারের খাগান এলাকায় সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি জানান, সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে অভিযোগপত্র পাওয়া গেছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলা রুজু করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) সংঘর্ষের দিন সিটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান সংবাদ সম্মেলনে বলেছিলেন, আর্থিক ক্ষতিপূরণ না পেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।

অন্যদিকে, মঙ্গলবার (২৮ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির সংবাদ সম্মেলনে সিটি বিশ্ববিদ্যালয়ের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিকল্পিত হামলার শিকার হয়েছে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। তাদের জিম্মি করে অমানবিক নির্যাতন চালানো হয়েছে।”

উল্লেখ্য, রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর ওপর থুথু পড়া নিয়ে বিরোধ শুরু হয় খাগানের ব্যাচেলর প্যারাডাইসের সামনে। এ নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলা সংঘর্ষে প্রায় ২৫০ শিক্ষার্থী আহত হন। বিক্ষুব্ধরা অন্তত ৭টি যানবাহন ভাঙচুর ও ৫টিতে অগ্নিসংযোগ করেন। ক্ষতিগ্রস্ত হয় সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আশপাশের ব্যাচেলর প্যারাডাইস ভবন।

দুই বিশ্ববিদ্যালয়ই সাভার থানার আওতাধীন এলাকায় অবস্থিত।