ঢাকা , শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত আগামী ১৫ নভেম্বর বদলে যাচ্ছে পুলিশ ইউনিফর্ম! সরাসরি করাচি-চট্টগ্রাম শিপিং চালু করলো পাকিস্তান ও বাংলাদেশ ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন তারেক রহমান’ বিএনপির সঙ্গে জোট নয়, একক নির্বাচনের চিন্তা এনসিপির ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারি মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে ‘রিভিউ’ দেখালেন বিএনপি নেতা নিরপেক্ষ নির্বাচন হলে দেশের মানুষ রাখাল রাজা শহীদ জিয়ার দলকেই বিজয়ী করবে: শিমুল বিশ্বাস বিএনপিকে যারা দুর্বল ভাবে তারা বোকার স্বর্গে বসবাস করছে: মির্জা আব্বাস বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত: রাজনাথ সিং

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ : পাঁচ দিন পর মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর থানায় মামলা হয়েছে। আহত বিএনপি নেতা মুকুলের স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে মঙ্গলবার নবীনগর থানায় মামলাটি রুজু করেন।

 

তবে মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলাটি করা হয় বলে ওসি শাহীনূর ইসলাম জানিয়েছেন।

 

 

এদিকে ঘটনার পর ইতোমধ্যে পাঁচ দিন পার হয়ে গেলেও এখনো ঘটনার রহস্য উদঘাটনসহ হামলাকারীরা শনাক্ত না হওয়ায় মঙ্গলবার (২৮ অক্টোবর) খোদ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভাতেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক সদস্য।

 

তবে পুলিশ বলছে, পুলিশের কয়েকটি টিম ভাগ হয়ে ঘটনার পর থেকেই গুরুত্ব দিয়ে এ নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু এখনো অপরাধীদের শনাক্ত করা যায়নি।

 

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ ঘটনার রহস্য উদঘাটনসহ হামলাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

 

আশা করছি, সহসাই অপরাধীরা ধরা পড়বে।’

তিনি আরো জানান, ‘শিগগিরই সবাইকে নিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নবীনগরে একটি মতবিনিময় সভা করা হবে।’

 

এদিকে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে পৌর এলাকাসহ গোটা উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদারের জন্য মঙ্গলবার দুপুরে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।

 

 

সভায় যোগ দেওয়া একাধিক সদস্য জানান, মঙ্গলবারের আইন-শৃঙ্খলা সভায় আলোচনার মূল বিষয় ছিল যেকোনো মূল্যে স্থানীয় নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশি কার্যক্রমকে আরো জোরদার করা।

 

 

সভায় পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন পয়েন্টে পৌরসভার পক্ষ থেকে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনসহ প্রতিটি পাড়া মহল্লায় স্ট্রীট লাইট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

পাশাপাশি পৌর এলাকায় বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের কথা উল্লেখ করে সভায় আরো সিদ্ধান্ত হয়, প্রতিটি ভবনে এখন থেকে বাড়ির মালিকদেরকে নিজ দায়িত্বে সিকিউরিটি গার্ড নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

 

সভায় বক্তাদের অনেকেই সম্প্রতি নবীনগর পৌরসভায় একাধিক চুরি, ছিনতাইসহ সর্বশেষ পৌর এলাকায় একটি বিউটি পার্লার থেকে বিদেশি রিভলভার ও ১০ লাখ জাল টাকা উদ্ধার এবং বিএনপি নেতা মুকুল সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে পুলিশের কঠোর সমালোচনা করেন।

 

এ সময় বক্তারা এলাকায় ঘনঘন এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে উল্লেখ করে এসব প্রতিরোধে উপজেলা প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানান।

 

এ বিষয়ে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘আজকের আইন-শৃঙ্খলা সভায় পরিস্থিতির উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমরা কাল থেকেই সংশ্লিষ্টদেরকে সঙ্গে নিয়ে কাজ শুরু করব।’

 

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল (৫৫)।

 

উপজেলা সদরের আদালত সংলগ্ন পদ্মপাড়ায় তিনি আকস্মিকভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের তিনটি গুলি তার পিঠে ও কোমরে ঢুকে যায়। ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানান তার স্বজনরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সীমান্তের পাশে শিলিগুঁড়ি করিডরে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ : পাঁচ দিন পর মামলা

আপডেট সময় ১২:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পর থানায় মামলা হয়েছে। আহত বিএনপি নেতা মুকুলের স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে মঙ্গলবার নবীনগর থানায় মামলাটি রুজু করেন।

 

তবে মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলাটি করা হয় বলে ওসি শাহীনূর ইসলাম জানিয়েছেন।

 

 

এদিকে ঘটনার পর ইতোমধ্যে পাঁচ দিন পার হয়ে গেলেও এখনো ঘটনার রহস্য উদঘাটনসহ হামলাকারীরা শনাক্ত না হওয়ায় মঙ্গলবার (২৮ অক্টোবর) খোদ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভাতেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক সদস্য।

 

তবে পুলিশ বলছে, পুলিশের কয়েকটি টিম ভাগ হয়ে ঘটনার পর থেকেই গুরুত্ব দিয়ে এ নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু এখনো অপরাধীদের শনাক্ত করা যায়নি।

 

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ ঘটনার রহস্য উদঘাটনসহ হামলাকারীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

 

আশা করছি, সহসাই অপরাধীরা ধরা পড়বে।’

তিনি আরো জানান, ‘শিগগিরই সবাইকে নিয়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নবীনগরে একটি মতবিনিময় সভা করা হবে।’

 

এদিকে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে পৌর এলাকাসহ গোটা উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদারের জন্য মঙ্গলবার দুপুরে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী।

 

 

সভায় যোগ দেওয়া একাধিক সদস্য জানান, মঙ্গলবারের আইন-শৃঙ্খলা সভায় আলোচনার মূল বিষয় ছিল যেকোনো মূল্যে স্থানীয় নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশি কার্যক্রমকে আরো জোরদার করা।

 

 

সভায় পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন পয়েন্টে পৌরসভার পক্ষ থেকে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনসহ প্রতিটি পাড়া মহল্লায় স্ট্রীট লাইট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

পাশাপাশি পৌর এলাকায় বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের কথা উল্লেখ করে সভায় আরো সিদ্ধান্ত হয়, প্রতিটি ভবনে এখন থেকে বাড়ির মালিকদেরকে নিজ দায়িত্বে সিকিউরিটি গার্ড নিয়োগ ও সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

 

সভায় বক্তাদের অনেকেই সম্প্রতি নবীনগর পৌরসভায় একাধিক চুরি, ছিনতাইসহ সর্বশেষ পৌর এলাকায় একটি বিউটি পার্লার থেকে বিদেশি রিভলভার ও ১০ লাখ জাল টাকা উদ্ধার এবং বিএনপি নেতা মুকুল সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে পুলিশের কঠোর সমালোচনা করেন।

 

এ সময় বক্তারা এলাকায় ঘনঘন এ ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে উল্লেখ করে এসব প্রতিরোধে উপজেলা প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানান।

 

এ বিষয়ে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘আজকের আইন-শৃঙ্খলা সভায় পরিস্থিতির উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমরা কাল থেকেই সংশ্লিষ্টদেরকে সঙ্গে নিয়ে কাজ শুরু করব।’

 

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হন নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল (৫৫)।

 

উপজেলা সদরের আদালত সংলগ্ন পদ্মপাড়ায় তিনি আকস্মিকভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীদের তিনটি গুলি তার পিঠে ও কোমরে ঢুকে যায়। ঘটনার পরপরই তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয়। তিনি এখন আশঙ্কামুক্ত বলে জানান তার স্বজনরা।