চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৪ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। এর ফলে প্রথম ম্যাচে ১৬ রানের জয়ের সুবাদে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা।
এখন সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে মান রক্ষার লড়াই। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে সিরিজ শেষ করা।
সিরিজ শুরুর আগে প্রথম দুই টি-টোয়েন্টির জন্যই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝপথে পরিবর্তনের সুযোগ থাকলেও নির্বাচকরা বিদ্যমান দলের ওপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুক্রবারের তৃতীয় ম্যাচেও থাকছে অপরিবর্তিত স্কোয়াড।
টানা দুটি হার, ব্যাটিং-বোলিংয়ে ছন্নছাড়া পারফরম্যান্স এবং নজিরবিহীন চাপের মধ্যে তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সিরিজ বাঁচানোর সুযোগ হাতছাড়া হলেও এবার সান্ত্বনার জয়েই দেশকে খুশি করার লক্ষ্য সাকিব-মোস্তাফিজদের সামনে।
📅 ম্যাচ: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (তৃতীয় টি-টোয়েন্টি)
📍 স্থান: চট্টগ্রাম, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম
⏰ সময়: শুক্রবার, ৩১ অক্টোবর, সন্ধ্যা ৬টা
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ডেস্ক রিপোর্ট 

























