ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ আসন্ন যুক্তরাজ্য সফরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের ওপর জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চলেছেন। আগামী সপ্তাহে তিন দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে যাচ্ছেন মাখোঁ। সফরকালীন তিনি পার্লামেন্টের দুই কক্ষে ভাষণ দেওয়ার পাশাপাশি স্টারমারের সঙ্গে বৈঠকেও বসবেন, যেখানে এ ইস্যুটি থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রশ্নে ডাউনিং স্ট্রিট ও এলিসি প্রাসাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। যদিও উভয় পক্ষই বলছে—‘যথোপযুক্ত সময়েই’ স্বীকৃতি দেওয়া হবে, তবে সময় ও কৌশলগত দিক নিয়ে দুই দেশের অবস্থান ভিন্ন। মাখোঁ দ্রুত পদক্ষেপ নিতে আগ্রহী, এবং ইতিমধ্যে তিনি সৌদি আরবের সহায়তায় জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগও নিয়েছিলেন। তবে ইরানের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের কারণে সেটি বাস্তবায়ন হয়নি।
ফ্রান্স মনে করছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের দ্বি-রাষ্ট্রভিত্তিক শান্তি প্রক্রিয়াকে নতুন গতি দিতে পারে। কিন্তু যুক্তরাজ্যের লেবার সরকার বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধায়। ব্রিটিশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যদি স্বীকৃতি কেবল প্রতীকী হয় এবং হামাসের বিরুদ্ধে কোনো কঠোর শর্ত আরোপ না করা হয়, তবে তা অর্থহীন হয়ে যাবে। তাঁদের মতে, স্বীকৃতির আগে হামাসকে অস্ত্র ত্যাগ এবং শাসন থেকে সরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা এমন একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চাই, যা ইসরায়েলি ও ফিলিস্তিনি—উভয়ের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করে। ফিলিস্তিনকে স্বীকৃতি আমরা তখনই দেব, যখন তা শান্তি প্রক্রিয়ার জন্য সর্বোচ্চ সহায়ক হবে।’’
অন্যদিকে, ইসরায়েল এই ধরনের স্বীকৃতিকে একতরফা পদক্ষেপ হিসেবে দেখছে এবং বলছে, এটি ৭ অক্টোবরের হামলার পর হামাসকে পুরস্কৃত করার মতো হবে। ফলে ব্রিটেনের অবস্থান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপে পড়তে পারে স্টারমার প্রশাসন।
এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্যে নতুন একটি বামপন্থি রাজনৈতিক ফ্রন্ট গঠনের আভাস পাওয়া যাচ্ছে, যার নেতৃত্বে থাকতে পারেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন। এই দল আরও সরাসরি ফিলিস্তিনপন্থি অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা স্টারমারের জন্য রাজনৈতিকভাবে নতুন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।