বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “নতুন বাংলাদেশ পাওয়ার একটাই পথ, আর তা হলো ইসলাম।”
রোববার (৬ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নে আয়োজিত এক শিক্ষা বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র ও বুথভিত্তিক দায়িত্বশীলদের নিয়ে মধ্যমদনপুরা মসজিদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যের শুরুতেই ড. মাসুদ স্মরণ করেন জুলাই আন্দোলনের শহীদদের। আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন, “একসময় এখানে (মদনপুরায়) প্রোগ্রামে এলেই বলা হতো, পুলিশ আসছে— পালিয়ে যান। আজকের এই শান্ত পরিবেশ সেই শহীদদের রক্তের ফসল।”
তিনি বলেন, “এই আন্দোলনের মুখ্য শক্তি ছিল জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। শেখ হাসিনা সরকার জামায়াতকে নিষিদ্ধ করেই বুঝিয়ে দিয়েছে, কারা ছিল সামনে, পেছনে।”
নিজ এলাকায় রাজনীতির ধরন নিয়ে জামায়াত নেতা বলেন, “আমি কাউকে এমপি বানাতে রাজনীতি করি না। আমি চাই বাউফলের এমপি হোক একজন সেবক, একজন খাদেম— যে সাড়ে ৪ লাখ মানুষের পাশে থাকবে। মাদক, ঘুষ, সন্ত্রাসমুক্ত বাউফল গড়তে হবে ইসলামের আলোকে।”
ড. মাসুদ বলেন, “জামায়াত কাউকে এমপি বানাতে রাজনীতি করে না। আমরা মানুষের অন্তরে ইসলাম পৌঁছে দিতে চাই। মানুষের তৈরি মতবাদ ৫৩ বছর ধরে ব্যর্থ হয়েছে। এবার একবার ইসলামকে সংসদে পাঠানোর সুযোগ দিন।”
তিনি আরও বলেন, “পরিবারতন্ত্র আর চলবে না। বাউফলবাসী এবার সচেতন। ফসল পেতে হলে আগাছা দমন করতেই হবে। ইনশাআল্লাহ এবার সে ফসল মানুষের দ্বারেই পৌঁছাবে।”
নিজ এলাকায় সময় না দিতে পারার দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের চোখের পানির ঋণ শোধ করব ইনশাআল্লাহ। আমার বাবা-মার স্মৃতি, এই মাটি আমাকে সবসময় টানে।”
সভায় সভাপতিত্ব করেন মাওলানা মো. নুরুল্লাহ। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেন প্রমুখ।
বক্তব্যের শেষাংশে আবারও প্রতিশ্রুতি দেন ড. মাসুদ: “বাউফলকে গোটা বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে—ইসলামের আলোকে।”