আরব রাষ্ট্রগুলো প্রকাশ্যে ইসরাইলের বিরোধিতা করলেও, পর্দার আড়ালে চলছে এক ভিন্ন কৌশলগত খেলা। মুসলিম বিশ্বের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিশ্বাসঘাতকতার নতুন নজির এবার প্রকাশ্যে এসেছে। দেশটির আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা এবং ইসরাইলের সঙ্গে গভীর কৌশলগত সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে নতুনভাবে নির্মিত রানওয়ে ও বন্দরগুলো।
গণমাধ্যম মিডল ইস্ট আই স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে, ভারত মহাসাগরের সোকোত্রা দ্বীপপুঞ্জ থেকে শুরু করে সোমালিয়া ও ইয়েমেনের উপকূল পর্যন্ত ইউএই নির্মিত সামরিক ও গোয়েন্দা ঘাঁটির এক বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। এই কার্যক্রমে ইসরাইলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর সহযোগিতারও ইঙ্গিত পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























