ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সামরিক ও নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ জনে, যার মধ্যে ১ হাজার ৩৫ জন সেনা সদস্য।
এই পরিসংখ্যানে ৭ অক্টোবরের হামলা, গাজা যুদ্ধ, লেবানন ও দখলকৃত পশ্চিম তীরের হতাহতরা অন্তর্ভুক্ত।
অন্যদিকে, দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, একই সময়ে নিহত সেনার সংখ্যা ১ হাজার ১৫২ জন। তাদের মধ্যে ৪০ শতাংশের বেশি বয়স ২১ বছরের নিচে এবং ১৪১ জনের বয়স ৪০ বছরের ওপরে। বেশিরভাগ নিহত ছিলেন রিজার্ভ সদস্য, মেয়াদ বাড়িয়ে কর্মরত সেনা বা বাধ্যতামূলক বয়স পেরিয়ে সেবা চালিয়ে যাওয়া কর্মকর্তা।

ডেস্ক রিপোর্ট 

























