গাজার জন্য মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী কর্তৃক আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) ত্রাণবহরের ইতালীয় ক্যাপ্টেন ও অ্যাক্টিভিস্ট তোমাসো বোরতোলাজ্জি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বোরতোলাজ্জি জানিয়েছে, কারাগারে থাকা অবস্থায় তুর্কি সহকর্মীদের নামাজ ও ঈমান তাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে তিনি ফিলিস্তিনি কেফিয়াহ পরে শাহাদা পাঠের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দলটি ৩০ আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে, এবং ১ অক্টোবর রাতে ইসরায়েলি বাহিনী জাহাজগুলো আটক করে। পরে ৪ অক্টোবর কয়েকজনকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ডেস্ক রিপোর্ট 






















