জাতীয় নাগরিক পার্টির (এসনিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর মধ্যে যদি সাক্ষাৎ হয়, তবে তা হবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা।
সোমবার (৯ জুন) নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের কমলার দিঘীর পাড়ে ভাঙনরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধনের আগে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।
হান্নান মাসউদ বলেন,
> “আমরা শুনেছি ইউনূস স্যার ইউরোপ যাচ্ছেন, এবং সেখানে টিউলিপ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে। এই টিউলিপ কে? শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে — যার ইন্ধনে এ দেশের ছাত্র-জনতা রাস্তায় প্রাণ হারিয়েছে।”
তিনি আরও দাবি করেন,
> “এই টিউলিপই সেই ব্যক্তি, যিনি রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির সময় বিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার তদন্ত করছে, এমনকি দুর্নীতির কারণে তাকে সরকারি মন্ত্রিপরিষদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।”
হান্নান মাসউদ বলেন,
“আজ যারা জনগণের আন্দোলনের প্রতিনিধিত্ব করছে, তাদের উচিত সাবধান থাকা। যদি এমন কারও সঙ্গে হাত মেলানো হয় যিনি গণতন্ত্রবিরোধী চক্রান্তে জড়িত, তাহলে সেই হাত মেলানো হবে গণআন্দোলনের পিঠে ছুরি মারার শামিল।”
তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন,
“যারা সত্যিকারের পরিবর্তন চান, তারা যেন কোনো চক্রান্তকারী বা আন্তর্জাতিক সুবিধাবাদীদের সঙ্গে মিথ্যা ঐক্যে না জড়ায়।”