ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা  ফের ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী  আর কোনোদিন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠব না: ওয়ার্নার বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব

গ্রেটা থুনবার্গসহ অধিকারকর্মীদের বহনকারী গাজাগামী ত্রাণবাহী জাহাজ জব্দ করল ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য ত্রাণ নিয়ে যাওয়া একটি জাহাজ জব্দ করেছে দখলদার ইসরায়েল। এই জাহাজে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ১১ জন আন্তর্জাতিক অধিকারকর্মী। জাহাজটিকে ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সোমবার (৯ জুন) তা বন্দরে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েলের বরাতে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বন্দরে পৌঁছানোর পর গ্রেটা থুনবার্গসহ জাহাজে থাকা সকল অধিকারকর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং তাদের কারাগারে পাঠানো হবে। এ নিয়ে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, জাহাজটি ইসরায়েলের পথে রয়েছে এবং পৌঁছানোর পর অধিকারকর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির রামলার গিভন কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, জাহাজে থাকা সব অধিকারকর্মীকে আলাদা আলাদা রুমে রাখতে হবে। একই সঙ্গে তাদের যোগাযোগের সব মাধ্যম (যেমন রেডিও ও টেলিভিশন) থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখার নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়া বন্দরে পৌঁছানোর পর জানালাবিহীন গাড়িতে করে তাদের কারাগারে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গাজার দিকে যাত্রা শুরুর আগে থেকেই জাহাজটি ছিল নজরদারির মধ্যে। গাজা উপত্যকার ওপর দীর্ঘদিন ধরে স্থল, আকাশ ও সমুদ্রপথে অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। এই অবরোধ ভাঙতেই সমুদ্রপথে সীমিত ত্রাণ নিয়ে রওনা দিয়েছিলেন মানবাধিকারকর্মীরা। কিন্তু গাজা উপকূলে পৌঁছার আগেই ইসরায়েলি নৌবাহিনী তাদের পথ রোধ করে এবং জাহাজটি জব্দ করে ফেলে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা.

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিলেটের জাফলংসহ ৫ পাথর কোয়ারি আর ইজারা দেয়া হবে না: পরিবেশ উপদেষ্টা 

গ্রেটা থুনবার্গসহ অধিকারকর্মীদের বহনকারী গাজাগামী ত্রাণবাহী জাহাজ জব্দ করল ইসরায়েল

আপডেট সময় ১০:৪১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য ত্রাণ নিয়ে যাওয়া একটি জাহাজ জব্দ করেছে দখলদার ইসরায়েল। এই জাহাজে ছিলেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ আরও ১১ জন আন্তর্জাতিক অধিকারকর্মী। জাহাজটিকে ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সোমবার (৯ জুন) তা বন্দরে পৌঁছাবে বলে জানানো হয়েছে।

টাইমস অব ইসরায়েলের বরাতে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, বন্দরে পৌঁছানোর পর গ্রেটা থুনবার্গসহ জাহাজে থাকা সকল অধিকারকর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং তাদের কারাগারে পাঠানো হবে। এ নিয়ে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া পোস্টে জানিয়েছে, জাহাজটি ইসরায়েলের পথে রয়েছে এবং পৌঁছানোর পর অধিকারকর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির রামলার গিভন কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, জাহাজে থাকা সব অধিকারকর্মীকে আলাদা আলাদা রুমে রাখতে হবে। একই সঙ্গে তাদের যোগাযোগের সব মাধ্যম (যেমন রেডিও ও টেলিভিশন) থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রাখার নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়া বন্দরে পৌঁছানোর পর জানালাবিহীন গাড়িতে করে তাদের কারাগারে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গাজার দিকে যাত্রা শুরুর আগে থেকেই জাহাজটি ছিল নজরদারির মধ্যে। গাজা উপত্যকার ওপর দীর্ঘদিন ধরে স্থল, আকাশ ও সমুদ্রপথে অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। এই অবরোধ ভাঙতেই সমুদ্রপথে সীমিত ত্রাণ নিয়ে রওনা দিয়েছিলেন মানবাধিকারকর্মীরা। কিন্তু গাজা উপকূলে পৌঁছার আগেই ইসরায়েলি নৌবাহিনী তাদের পথ রোধ করে এবং জাহাজটি জব্দ করে ফেলে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা.