ভারতের রাজধানী নয়াদিল্লির মাদানগীর এলাকায় ২৮ বছর বয়সী দীনেশ নামের এক ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় ফুটন্ত তেল ও লাল মরিচের গুঁড়া ঢালার শিকার হয়েছেন। দীনেশ বর্তমানে সাফদরজং হাসপাতালে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, দীনেশ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ৩ অক্টোবর রাত ৩টার দিকে তিনি ঘুমিয়ে থাকাকালে তার স্ত্রী তার শরীরে গরম তেল ঢেলে দেন এবং পরে মরিচ গুঁড়া ছিটিয়ে আরও যন্ত্রণার সৃষ্টি করেন। সেই সময় তাদের আট বছর বয়সী কন্যাও বাড়িতে উপস্থিত ছিলেন।
দীনেশ জানান, তিনি সাহায্য চাইলেও স্ত্রী হুমকি দিয়ে বলেন, “চিৎকার করলে আরও তেল ঢেলে দেব।” প্রতিবেশীদের উপস্থিতিতে দীনেশকে উদ্ধার করে প্রথমে কাছের হাসপাতালে নেওয়া হয়, পরে গুরুতর দগ্ধ হওয়ায় সাফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা তার আঘাতকে ‘গুরুতর ও বিপজ্জনক’ হিসেবে উল্লেখ করেছেন।
দুই পক্ষের বিবাহের আট বছরের ইতিহাসে দীর্ঘদিন ধরে দাম্পত্য সমস্যা চলছিল। দুই বছর আগে স্ত্রী ‘ক্রাইম এগেইনস্ট উইমেন’ সেলে অভিযোগ করেছিলেন, যা আলোচনার মাধ্যমে মীমাংসা হয়।
দীনেশের স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি আইনের ১১৮, ১২৪ এবং ৩২৬ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সূত্র: এনডিটিভি

ডেস্ক রিপোর্ট 



















