রাশিয়ায় মাদক মামলায় দোষী সাব্যস্ত এক ভারতীয় শিক্ষার্থীকে জেলে না পাঠিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছে রুশ কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, গুজরাটের মোরবি জেলার বাসিন্দা ২২ বছর বয়সী মজোতি সাহিল মোহাম্মদ হুসেইন রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনীয় সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন।
দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের ৬৩তম মেকানাইজড ব্রিগেড তাদের টেলিগ্রাম চ্যানেলে মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রুশ সেনা পোশাকে থাকা হুসেইন আত্মসমর্পণ করছেন। তিনি জানান, রাশিয়ায় সাত বছরের কারাদণ্ডের শাস্তি কমানোর শর্তে তাকে যুদ্ধে পাঠানো হয়েছিল। মাত্র ১৬ দিনের প্রশিক্ষণের পর ১ অক্টোবর প্রথম মিশনে পাঠানো হয় তাকে, আর তিন দিন পর কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে তিনি ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

ডেস্ক রিপোর্ট 

























