শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে আফগান বাহিনীর গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানি সেনারা। কাবুলে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয় তালেবান শাসিত আফগানিস্তান।
পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, রাতভর আফগান বাহিনী আঙ্গুর আড্ডা, বাজাউর ও কুর্রামসহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিনা উসকানিতে গুলিবর্ষণ চালায়। এর জবাবে পাকিস্তানি সেনারা দ্রুত পাল্টা আক্রমণ করে। এতে আফগান বাহিনীর একাধিক পোস্ট ধ্বংস হয় এবং সেনা ও সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছে ইসলামাবাদ।
এছাড়া দির, চিত্রাল, বারামচা ও আশপাশের এলাকাতেও গোলাগুলির খবর পাওয়া গেছে, যা সীমান্ত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

ডেস্ক রিপোর্ট 






















