শনিবার (১১ অক্টোবর) রাতে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ভয়াবহ সংঘর্ষে দুই দেশের অন্তত ২২৩ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ২৩ জন পাকিস্তানি সেনা বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। সংঘর্ষে আরও ২৯ সেনা আহত হয়েছেন।
পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি, এই অভিযানে দুই শতাধিক তালেবান ও অন্যান্য সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। আইএসপিআর জানায়, “বিশ্বস্ত গোয়েন্দা তথ্য ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন অনুযায়ী, দুই শতাধিক তালেবান ও তাদের সহযোগী যোদ্ধা নিহত হয়েছেন, আহতের সংখ্যা আরও অনেক বেশি।”
বিবৃতিতে আরও বলা হয়, “তালেবানদের পোস্ট, ক্যাম্প, সদর দপ্তর ও সহায়তা নেটওয়ার্কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তের বিভিন্ন স্থানে এই ধ্বংসযজ্ঞ কৌশলগত থেকে কার্যকরী গভীরতা পর্যন্ত বিস্তৃত।”
অন্যদিকে, আফগান কর্তৃপক্ষ দাবি করেছে যে রাতভর চলা সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তান এই দাবি নাকচ করে জানায়, তাদের সেনারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে সফল অভিযান পরিচালনা করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে আফগান সীমান্তে তালেবান ও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান ভূখণ্ড থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী নিয়মিত হামলা চালাচ্ছে। অন্যদিকে, আফগানিস্তান বলছে, পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করছে।
এই নতুন সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ডেস্ক রিপোর্ট 
























