ঢাকা , রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসুদ সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর চাঁদা নেব না, নিতেও দেব না: জামায়াত আমির বক্তব্যের মাঝে মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির মজলুমরা আজ জালিম হয়ে উঠছে: নুর জামায়াতের সমাবেশে দাওয়াত পায়নি বিএনপি বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের জায়গা হবে না: জামায়াতের সমাবেশে সারজিস উগান্ডায় বোম পড়লেও কি বিএনপির দোষ?: পার্থ বর্তমানে আওয়ামী লীগ বলে কিছু নেই, এটি একটি মাফিয়া চক্রে পরিণত: সোহেল তাজ ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলে শহীদ হয়: আবরার ফাহাদের বাবা

“মামলাবাজ কুদ্দুস”– বড় ভাইকে হয়রানি ও জমি দখলসহ একের পর এক অপকর্মের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদের পরও চলছেই তুষ্টি‑তাণ্ডব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

কুমিল্লা সদর উপজেলার ১ নং কালীর বাজার উত্তর ইউনিয়নের পশ্চিম জাঙ্গালিয়া গ্রামে দীর্ঘ দুই দশক ধরে বড় ভাই আব্দুল বারেক ও এলাকাবাসীর ওপর নানাভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই গ্রামের আব্দুল কুদ্দুস ও তার ছেলে মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের ভাষায় ‘মামলাবাজ’ ও ‘সুদখোর কুদ্দুস’—একাই পাঁচটি মিথ্যা মামলা দায়ের, জমি দখল, বাঁশঝাড় কেটে নেওয়া, এসিড নিক্ষেপ ও রামদা নিয়ে হামলা–হুমকিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে জমি নিয়ে বড় ভাই আব্দুল বারেকের সঙ্গে বিরোধে জড়িয়েছেন কুদ্দুস। সালিশের সিদ্ধান্ত বারেক মেনে নিলেও কুদ্দুস মানেননি। এ সময় তিনি বারেক ও তার পরিবারের নামে জমি ও ফৌজদারি মিলিয়ে পাঁচটি মামলা করেন; প্রমাণের অভাবে পরে সব কটিই আদালতে খারিজ হয়।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের সময়ে কুদ্দুসের ভরসাস্থল ছিলেন আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর সেলিম বিদেশে পাড়ি দিলে কুদ্দুস ভোল পাল্টে বিএনপির ১ নং ওয়ার্ডে “সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক” পদ বাগিয়ে নেন। পদ পেয়ে বড় ভাইয়ের ওপর অত্যাচার আরও বেড়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

আব্দুল বারেক বলেন, “আমার জমি দখল করে গাছ লাগিয়েছে, কাটতে গেলে খুনের হুমকি দেয়। পাঁচটি মিথ্যা মামলা করে হয়রানি করছে। ঈদের দিন কোরবানির বর্জ্য আমার ঘরের পাশে ফেলে দুর্গন্ধ ছড়িয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, কুদ্দুসের রামদা–সন্ত্রাসে কেউ মুখ খুলতে সাহস পায় না। সালিশে সমাধান হলেও তিনি মানেন না; প্রতিবাদীদেরই হয়রানি করেন।

ইউনিয়ন বিএনপি সভাপতি ফরহাদ ভূঁইয়া ‘টাকা নিয়ে পদ দেওয়ার’ অভিযোগ অস্বীকার করে বলেন, “দুই ভাইকে মিলিয়ে দিতে চাই; এলাকায় শান্তি ফিরবে।” তবে দলের একাধিক সিনিয়র নেতা নাম প্রকাশ না করে জানান, কুদ্দুসের অপকর্মের কথা জেনেও তাঁকে পদ দেওয়া হয়েছে।

যোগাযোগ করলে আব্দুল কুদ্দুস বলেন, “পাঁচটা মামলা করেছি, জায়গা না পাওয়া পর্যন্ত আরও করব—এটাই আমার সিদ্ধান্ত।”

স্থানীয়রা দাবি করেছেন, দীর্ঘদিনের অভিযোগ সত্ত্বেও প্রশাসনিক উদ্যোগ কার্যকর না হওয়ায় কুদ্দুসের বেপরোয়া আচরণ থামছে না। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চকরিয়াতে জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন: হান্নান মাসুদ

“মামলাবাজ কুদ্দুস”– বড় ভাইকে হয়রানি ও জমি দখলসহ একের পর এক অপকর্মের অভিযোগ, স্থানীয়দের প্রতিবাদের পরও চলছেই তুষ্টি‑তাণ্ডব

আপডেট সময় ০৬:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

কুমিল্লা সদর উপজেলার ১ নং কালীর বাজার উত্তর ইউনিয়নের পশ্চিম জাঙ্গালিয়া গ্রামে দীর্ঘ দুই দশক ধরে বড় ভাই আব্দুল বারেক ও এলাকাবাসীর ওপর নানাভাবে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই গ্রামের আব্দুল কুদ্দুস ও তার ছেলে মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের ভাষায় ‘মামলাবাজ’ ও ‘সুদখোর কুদ্দুস’—একাই পাঁচটি মিথ্যা মামলা দায়ের, জমি দখল, বাঁশঝাড় কেটে নেওয়া, এসিড নিক্ষেপ ও রামদা নিয়ে হামলা–হুমকিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর ধরে জমি নিয়ে বড় ভাই আব্দুল বারেকের সঙ্গে বিরোধে জড়িয়েছেন কুদ্দুস। সালিশের সিদ্ধান্ত বারেক মেনে নিলেও কুদ্দুস মানেননি। এ সময় তিনি বারেক ও তার পরিবারের নামে জমি ও ফৌজদারি মিলিয়ে পাঁচটি মামলা করেন; প্রমাণের অভাবে পরে সব কটিই আদালতে খারিজ হয়।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের সময়ে কুদ্দুসের ভরসাস্থল ছিলেন আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর সেলিম বিদেশে পাড়ি দিলে কুদ্দুস ভোল পাল্টে বিএনপির ১ নং ওয়ার্ডে “সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক” পদ বাগিয়ে নেন। পদ পেয়ে বড় ভাইয়ের ওপর অত্যাচার আরও বেড়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

আব্দুল বারেক বলেন, “আমার জমি দখল করে গাছ লাগিয়েছে, কাটতে গেলে খুনের হুমকি দেয়। পাঁচটি মিথ্যা মামলা করে হয়রানি করছে। ঈদের দিন কোরবানির বর্জ্য আমার ঘরের পাশে ফেলে দুর্গন্ধ ছড়িয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, কুদ্দুসের রামদা–সন্ত্রাসে কেউ মুখ খুলতে সাহস পায় না। সালিশে সমাধান হলেও তিনি মানেন না; প্রতিবাদীদেরই হয়রানি করেন।

ইউনিয়ন বিএনপি সভাপতি ফরহাদ ভূঁইয়া ‘টাকা নিয়ে পদ দেওয়ার’ অভিযোগ অস্বীকার করে বলেন, “দুই ভাইকে মিলিয়ে দিতে চাই; এলাকায় শান্তি ফিরবে।” তবে দলের একাধিক সিনিয়র নেতা নাম প্রকাশ না করে জানান, কুদ্দুসের অপকর্মের কথা জেনেও তাঁকে পদ দেওয়া হয়েছে।

যোগাযোগ করলে আব্দুল কুদ্দুস বলেন, “পাঁচটা মামলা করেছি, জায়গা না পাওয়া পর্যন্ত আরও করব—এটাই আমার সিদ্ধান্ত।”

স্থানীয়রা দাবি করেছেন, দীর্ঘদিনের অভিযোগ সত্ত্বেও প্রশাসনিক উদ্যোগ কার্যকর না হওয়ায় কুদ্দুসের বেপরোয়া আচরণ থামছে না। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।