ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা ইরানে ইসরায়েলের হামলাকে ‘আইন লঙ্ঘন’ বললো জর্ডান, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহল ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বিএনপির সহযোগিতা এখন অভিশাপ: গলাচিপায় অবরুদ্ধের পর ক্ষোভে ফুঁসলেন ভিপি নুর” ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ “বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য “কেয়ামত পর্যন্তও গৃহস্থালিতে গ্যাস-সংযোগ নয়” — জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান আহমেদাবাদের যানজটই বাঁচাল জীবন—ভূমি চৌহান

ইমরান খানের দুই পুত্র বাবার মুক্তির জন্য চাইলেন ট্রাম্পের হস্তক্ষেপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৪২৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁর দুই পুত্র, সুলেমান খান (২৮) ও কাসিম খান (২৬)। তাঁরা ব্রিটিশ নাগরিক এবং ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ প্রযোজক জেমিমা গোল্ডস্মিথের সন্তান।

বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই প্রথমবারের মতো ইমরান খানের বিষয়ে প্রকাশ্যে কথা বললেন সুলেমান ও কাসিম। তাঁদের ভাষ্য, বাবার মুক্তির জন্য সব আইনি ও কূটনৈতিক পথ ব্যর্থ হওয়ায় বাধ্য হয়েই তাঁরা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চাচ্ছেন।

৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। একটি দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই নেতা বর্তমানে প্রায় ১৫০টি মামলার মুখোমুখি। তবে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করে আসছে।

সাংবাদিক মারিও নাওফালকে দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে কনিষ্ঠ পুত্র কাসিম বলেন, “আন্তর্জাতিক পদক্ষেপ এখন জরুরি। আর তা সবচেয়ে কার্যকর হবে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার মাধ্যমে।” তিনি আরও বলেন, “আমরা চাই পাকিস্তানে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হোক।”

বাবাকে ‘নায়ক’ আখ্যা দিয়ে দুই ভাই বলেন, এতদিন তাঁরা চুপ থাকলেও এখন আর নিরব থাকা সম্ভব নয়।

সুলেমান জানান, যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা রিচার্ড গ্রেনেল ইতোমধ্যে তাঁদের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তাঁর কথায়, “আমরা বাক্‌স্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী। তাই বিশ্বের ক্ষমতাধর সব নেতার, বিশেষ করে ট্রাম্পের, সাহায্য কামনা করছি।”

তাঁরা আরও অভিযোগ করেন, ইমরান খানকে দীর্ঘদিন ধরে একা অন্ধকার কক্ষে আটকে রাখা হয়েছে। চিকিৎসক বা বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ নেই। যদিও আদালত সাক্ষাতের অনুমতি দিয়েছে, বাস্তবে দুই-তিন মাস পরপরই তাঁরা বাবার সঙ্গে কথা বলতে পারেন।

এর আগেও তাঁদের মা জেমিমা গোল্ডস্মিথ অভিযোগ করেছিলেন, ইমরান খানকে তাঁর আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর সেলেও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।

কাসিম বলেন, “তিনি টানা ১০ দিন সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। আমরা চাই আন্তর্জাতিক চাপ তৈরি হোক—এটা শুধু আমাদের বাবার জন্য নয়, বরং পাকিস্তানের সব রাজনৈতিক বন্দির মানবাধিকার নিশ্চিত করার জন্য।”

তাঁদের মামা, যুক্তরাজ্যের সাবেক পরিবেশমন্ত্রী জ্যাক গোল্ডস্মিথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ লিখেছেন, “আমার ভাগনেরা কখনো প্রচারের পেছনে ছোটেনি। কিন্তু এখন তাঁরা একজন নেতার জন্য মুখ খুলেছে—যিনি পাকিস্তানের জন্য সবকিছু উৎসর্গ করেছেন।”

এদিকে চলতি মে মাসেই ইমরান খানের দল পিটিআই দাবি করেছে, ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের ওপর ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। দলটি তাঁর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

ইমরান খানের দুই পুত্র বাবার মুক্তির জন্য চাইলেন ট্রাম্পের হস্তক্ষেপ

আপডেট সময় ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

পাকিস্তানের কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁর দুই পুত্র, সুলেমান খান (২৮) ও কাসিম খান (২৬)। তাঁরা ব্রিটিশ নাগরিক এবং ইমরান খানের সাবেক স্ত্রী ও ব্রিটিশ প্রযোজক জেমিমা গোল্ডস্মিথের সন্তান।

বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, এই প্রথমবারের মতো ইমরান খানের বিষয়ে প্রকাশ্যে কথা বললেন সুলেমান ও কাসিম। তাঁদের ভাষ্য, বাবার মুক্তির জন্য সব আইনি ও কূটনৈতিক পথ ব্যর্থ হওয়ায় বাধ্য হয়েই তাঁরা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চাচ্ছেন।

৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। একটি দুর্নীতির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত এই নেতা বর্তমানে প্রায় ১৫০টি মামলার মুখোমুখি। তবে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করে আসছে।

সাংবাদিক মারিও নাওফালকে দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে কনিষ্ঠ পুত্র কাসিম বলেন, “আন্তর্জাতিক পদক্ষেপ এখন জরুরি। আর তা সবচেয়ে কার্যকর হবে ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার মাধ্যমে।” তিনি আরও বলেন, “আমরা চাই পাকিস্তানে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হোক।”

বাবাকে ‘নায়ক’ আখ্যা দিয়ে দুই ভাই বলেন, এতদিন তাঁরা চুপ থাকলেও এখন আর নিরব থাকা সম্ভব নয়।

সুলেমান জানান, যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা রিচার্ড গ্রেনেল ইতোমধ্যে তাঁদের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তাঁর কথায়, “আমরা বাক্‌স্বাধীনতা ও প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী। তাই বিশ্বের ক্ষমতাধর সব নেতার, বিশেষ করে ট্রাম্পের, সাহায্য কামনা করছি।”

তাঁরা আরও অভিযোগ করেন, ইমরান খানকে দীর্ঘদিন ধরে একা অন্ধকার কক্ষে আটকে রাখা হয়েছে। চিকিৎসক বা বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ নেই। যদিও আদালত সাক্ষাতের অনুমতি দিয়েছে, বাস্তবে দুই-তিন মাস পরপরই তাঁরা বাবার সঙ্গে কথা বলতে পারেন।

এর আগেও তাঁদের মা জেমিমা গোল্ডস্মিথ অভিযোগ করেছিলেন, ইমরান খানকে তাঁর আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর সেলেও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।

কাসিম বলেন, “তিনি টানা ১০ দিন সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। আমরা চাই আন্তর্জাতিক চাপ তৈরি হোক—এটা শুধু আমাদের বাবার জন্য নয়, বরং পাকিস্তানের সব রাজনৈতিক বন্দির মানবাধিকার নিশ্চিত করার জন্য।”

তাঁদের মামা, যুক্তরাজ্যের সাবেক পরিবেশমন্ত্রী জ্যাক গোল্ডস্মিথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ লিখেছেন, “আমার ভাগনেরা কখনো প্রচারের পেছনে ছোটেনি। কিন্তু এখন তাঁরা একজন নেতার জন্য মুখ খুলেছে—যিনি পাকিস্তানের জন্য সবকিছু উৎসর্গ করেছেন।”

এদিকে চলতি মে মাসেই ইমরান খানের দল পিটিআই দাবি করেছে, ভারত-পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ইমরান খানের ওপর ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। দলটি তাঁর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।