ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১ চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’ ৫ কোটি টাকা চাঁদার দাবিতে বাস ভাংচুর, যুবদল নেতা দল থেকে বহিষ্কার খালি নির্বাচন নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন?: বিএনপিকে জামায়াত নেতা রফিকুল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল: ফ্রান্স ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে: রাকিব তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে টিটন গাজী ‘তারা প্রতি মাসে দুই লাখ করে টাকা চায়, না দেওয়ায় মেরেই ফেললো’

ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক—ইরানের দাবি ঘিরে চাঞ্চল্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৪৫২ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইরানের এক দাবিকে ঘিরে। ইরানি বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে বিমানের নারী পাইলটকে আটক করেছে। এই ঘটনায় যুদ্ধাক্রান্ত অঞ্চলজুড়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্রমতে, ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) শুক্রবার দিবাগত রাতে একযোগে পাল্টা আক্রমণ শুরু করে। মাত্র এক রাতেই একশোরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে ইরান, যা আঘাত হানে তেল আবিব, জেরুজালেম এবং উপকূলীয় বন্দরনগরীগুলোতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলেও অনেকগুলোই লক্ষ্যভ্রষ্ট করে বিস্ফোরণ ঘটায়।

ইরানি বাহিনী জানায়, এই পাল্টা হামলায় তারা ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়সহ বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানে। এমনকি ইরানে হামলার উদ্দেশ্যে আসা দুটি মার্কিন এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানও ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা।

আরও বিস্ময়করভাবে, ইরান দাবি করেছে, ধ্বংস হওয়া একটি বিমানের নারী পাইলটকে জীবিত আটক করা হয়েছে। যদিও এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক মহলে এর প্রতিক্রিয়া তীব্র।

এদিকে, ইরান এককভাবে নয়—ইসরায়েলে হামলায় যুক্ত হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকভিত্তিক গোষ্ঠীগুলোর কিছু ইউনিটও। একাধিক ফ্রন্ট থেকে চালানো হামলায় ইসরায়েলজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির বেশ কিছু শহরে ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়লেও ইসরায়েল সরকার অভ্যন্তরীণভাবে যুদ্ধসংক্রান্ত তথ্য প্রচারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

তবে বিভিন্ন পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনাও সামনে আসছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সূত্র: আরটি, আনাদোলু, এএফপি, আল-জাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১

ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত, নারী পাইলট আটক—ইরানের দাবি ঘিরে চাঞ্চল্য

আপডেট সময় ১২:১৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইরানের এক দাবিকে ঘিরে। ইরানি বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে বিমানের নারী পাইলটকে আটক করেছে। এই ঘটনায় যুদ্ধাক্রান্ত অঞ্চলজুড়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্রমতে, ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) শুক্রবার দিবাগত রাতে একযোগে পাল্টা আক্রমণ শুরু করে। মাত্র এক রাতেই একশোরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে ইরান, যা আঘাত হানে তেল আবিব, জেরুজালেম এবং উপকূলীয় বন্দরনগরীগুলোতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারলেও অনেকগুলোই লক্ষ্যভ্রষ্ট করে বিস্ফোরণ ঘটায়।

ইরানি বাহিনী জানায়, এই পাল্টা হামলায় তারা ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়সহ বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত হানে। এমনকি ইরানে হামলার উদ্দেশ্যে আসা দুটি মার্কিন এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানও ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা।

আরও বিস্ময়করভাবে, ইরান দাবি করেছে, ধ্বংস হওয়া একটি বিমানের নারী পাইলটকে জীবিত আটক করা হয়েছে। যদিও এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক মহলে এর প্রতিক্রিয়া তীব্র।

এদিকে, ইরান এককভাবে নয়—ইসরায়েলে হামলায় যুক্ত হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকভিত্তিক গোষ্ঠীগুলোর কিছু ইউনিটও। একাধিক ফ্রন্ট থেকে চালানো হামলায় ইসরায়েলজুড়ে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির বেশ কিছু শহরে ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়লেও ইসরায়েল সরকার অভ্যন্তরীণভাবে যুদ্ধসংক্রান্ত তথ্য প্রচারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।

তবে বিভিন্ন পশ্চিমা সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনাও সামনে আসছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সূত্র: আরটি, আনাদোলু, এএফপি, আল-জাজিরা