ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, তেলের বাজারে উত্তেজনা জুলাই সনদ ছাড়া নির্বাচন নয়”—তারেক-ইউনূস বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ইরানে ইসরায়েলি হামলার পর অজ্ঞাত স্থানে নেতানিয়াহু, নিহত ইরানের শীর্ষ জেনারেলরা ইরানে ইসরায়েলের হামলাকে ‘আইন লঙ্ঘন’ বললো জর্ডান, তীব্র প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক মহল ভাড়া গাড়ীতে প্রেসের স্টিকার,  সেনাবাহিনীর হাতে ধরা, করা হলো জরিমানা তারেক রহমান বললেন, খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বিএনপির সহযোগিতা এখন অভিশাপ: গলাচিপায় অবরুদ্ধের পর ক্ষোভে ফুঁসলেন ভিপি নুর” ইরানে ইসরায়েলি হামলায় শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীদের নিহতের ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ও শোক প্রকাশ “বাংলার আকাশে মেঘ জমলে জিয়া পরিবার বৃষ্টি হয়ে আসে”—ছাত্রদল সম্পাদক নাছির উদ্দীনের মন্তব্য “কেয়ামত পর্যন্তও গৃহস্থালিতে গ্যাস-সংযোগ নয়” — জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান

আটঘরিয়ায় কলেজ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ২০ জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা পর্যন্ত চলা এসব সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয় দলের রাজনৈতিক কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ তপসিল ঘোষণা করে। মনোনয়নপত্র তোলার শেষদিন ছিল আজ বৃহস্পতিবার। দুপুরে বিএনপি সমর্থিত তিনজন অভিভাবক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গিয়ে তাদের পক্ষের একজন প্রার্থীর জন্য মনোনয়নপত্র চাইলে, বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে জামায়াত ও এর অঙ্গসংগঠন ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দেবোত্তর বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করে এবং পরে উপজেলা জামায়াতের কার্যালয়ে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, কলেজ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রথমে জামায়াতপন্থীরা বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়, এরপর সংঘর্ষে রূপ নেয়। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, তেলের বাজারে উত্তেজনা

আটঘরিয়ায় কলেজ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ২০ জন

আপডেট সময় ১১:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

পাবনার আটঘরিয়া উপজেলায় একটি কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা পর্যন্ত চলা এসব সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উভয় দলের রাজনৈতিক কার্যালয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ তপসিল ঘোষণা করে। মনোনয়নপত্র তোলার শেষদিন ছিল আজ বৃহস্পতিবার। দুপুরে বিএনপি সমর্থিত তিনজন অভিভাবক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিছুক্ষণ পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা গিয়ে তাদের পক্ষের একজন প্রার্থীর জন্য মনোনয়নপত্র চাইলে, বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে জামায়াত ও এর অঙ্গসংগঠন ছাত্র শিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দেবোত্তর বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করে এবং পরে উপজেলা জামায়াতের কার্যালয়ে পাল্টা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, কলেজ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রথমে জামায়াতপন্থীরা বিএনপি সমর্থকদের ওপর হামলা চালায়, এরপর সংঘর্ষে রূপ নেয়। আহতদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।