মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ভয়াবহ মোড় নিয়েছে ইসরায়েল-ইরান দ্বন্দ্বে। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে সরাসরি আঘাত হেনেছে, যা বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’-এর এক বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলের বিমান হামলার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ইরান এই পাল্টা আঘাত হানে।
দ্য টাইমস যাচাইকৃত এক ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের সময় তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ার পেছনে দেখা যাচ্ছিল, যা আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) সদর দপ্তরের নিকটেই অবস্থিত।
১৯ সেকেন্ডের সেই ভিডিওতে ধরা পড়ে—একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে আয়রন ডোম সক্রিয় হয়, তবে তা ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা বলয় ভেদ করে একাধিক সামরিক স্থাপনার মাঝে গিয়ে প্রতিরক্ষা সদর দপ্তরে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়।
ভিডিওতে বিকট শব্দ, উজ্জ্বল আলো, এবং আগুনের গোলা স্পষ্টভাবে দৃশ্যমান।
এই হামলার প্রেক্ষাপটে জানা গেছে, শুক্রবার সকালে ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়, যাতে ইরানের একাধিক সামরিক শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।