ভারতের রাজস্থানে জয়সলমির-যোধপুর মহাসড়কে একটি চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ সূত্রে এনডিটিভির খবরে জানা যায়, ৫৭ জন যাত্রী নিয়ে বাসটি জয়সলমির থেকে যোধপুরের উদ্দেশে রওনা দেয় বিকেল ৩টার দিকে। পথে হঠাৎ বাসটির পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক বাস থামালেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে।
স্থানীয়রা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মর্মান্তিক বিষয় হলো, মাত্র পাঁচ দিন আগেই নতুন এই বাসটি কেনা হয়েছিল।
দুর্ঘটনার পর রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা ঘটনাস্থল জয়সলমিরে পৌঁছে পুড়ে যাওয়া বাসটি পরিদর্শন করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

ডেস্ক রিপোর্ট 
























