জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা বিষয়, একদিনে করার প্রস্তাব উদ্ভট। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের পর নভেম্বর মাসে গণভোট আয়োজন করতে হবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি বলেন, “বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে আগের দ্বিমতের পর এখন আগ্রহ দেখাচ্ছে। এজন্য বিএনপিকে ধন্যবাদ।”
ডা. তাহের আরও বলেন, “যেসব বিষয়ে আমরা একমত হয়েছি এবং জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোকে একটি প্যাকেজ আকারে গণভোট করা হবে। তবে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা হওয়া উচিত। একদিনে হলে ভোট কাস্টিং যথাযথ হবে না এবং গণভোটের গুরুত্ব হারাবে।”
তিনি উদাহরণ দিয়ে বলেন, আপার হাউস বা প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির মতো বিষয়গুলোর ভোট নির্বাচন থেকে আলাদা হওয়া দরকার। “নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন। নির্বাচনের দিন হলে এটি আর কার্যকর হবে না।”
ডা. তাহের আশা প্রকাশ করেন, ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন এবং সেখানে কোনো অনিশ্চয়তা থাকবে না।

ডেস্ক রিপোর্ট 



















