ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ইসরায়েলি হাসপাতালে ইরানের ক্লাস্টার বোমা! নেতানিয়াহুর হুংকার, ‘চড়া মূল্য দিতে হবে’ ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র-ড্রোন বৃষ্টি চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইরানের হামলায় আতঙ্ক, দেশ ছাড়তে সিনাইয়ে ইসরায়েলিদের ভিড় ছয় দিনের যুদ্ধ বনাম সাত দিনের প্রতিরোধ: ‘এইবার নয়’—ইতিহাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান? ‘কেউই রেহাই পাবে না’: খামেনিকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত নেতানিয়াহুর ‘ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি’: তাসনিম নিউজ তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন: দুদু ইসরাইলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি ছারছীনা পীরের আহ্বান

ঢাকার দুই সিটি নির্বাচনের দাবি জানিয়ে সিইসিকে চিঠি, নাগরিক ভোগান্তি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছেন হোসাইন মো. আনোয়ার নামের এক ব্যক্তি। তিনি নিজেকে জুলাই আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মী বলে দাবি করেছেন।

মঙ্গলবার (২০ মে) নির্বাচন কমিশনের প্রাপ্তি ও জারি শাখায় চিঠিটি জমা দেওয়া হয়। চিঠিতে তিনি উল্লেখ করেন, দুই সিটি করপোরেশনে নির্বাচন না হওয়ায় কর্পোরেশনের কার্যক্রম অচল হয়ে পড়েছে। কার্যালয়গুলো প্রায় তালাবদ্ধ, ফলে নগরবাসী নানামুখী দুর্ভোগে পড়ছেন।

তিনি দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপস ও উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের সময় পদত্যাগ বা পলায়ন করেন। এরপর ১৯ আগস্ট সরকার প্রশাসক নিয়োগ দেয় এবং চলতি বছরের ১৫ মে উভয় সিটির মেয়রদের মেয়াদ শেষ হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজধানীতে প্রায় দুই কোটি মানুষ বসবাস করেন। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এতে জনসেবা বাধাগ্রস্ত হচ্ছে এবং নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এ অবস্থায় তিনি নির্বাচন কমিশনের প্রতি দ্রুত দুই সিটির মেয়র পদে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

তবে নির্বাচন কমিশন এর আগে জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচন আয়োজনের পরিকল্পনা তাদের নেই। তবে সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে সীমিত পরিসরে নির্বাচন হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ঢাকার দুই সিটি নির্বাচনের দাবি জানিয়ে সিইসিকে চিঠি, নাগরিক ভোগান্তি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

আপডেট সময় ০৫:৪৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছেন হোসাইন মো. আনোয়ার নামের এক ব্যক্তি। তিনি নিজেকে জুলাই আন্দোলনের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মী বলে দাবি করেছেন।

মঙ্গলবার (২০ মে) নির্বাচন কমিশনের প্রাপ্তি ও জারি শাখায় চিঠিটি জমা দেওয়া হয়। চিঠিতে তিনি উল্লেখ করেন, দুই সিটি করপোরেশনে নির্বাচন না হওয়ায় কর্পোরেশনের কার্যক্রম অচল হয়ে পড়েছে। কার্যালয়গুলো প্রায় তালাবদ্ধ, ফলে নগরবাসী নানামুখী দুর্ভোগে পড়ছেন।

তিনি দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপস ও উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের সময় পদত্যাগ বা পলায়ন করেন। এরপর ১৯ আগস্ট সরকার প্রশাসক নিয়োগ দেয় এবং চলতি বছরের ১৫ মে উভয় সিটির মেয়রদের মেয়াদ শেষ হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজধানীতে প্রায় দুই কোটি মানুষ বসবাস করেন। নির্বাচিত প্রতিনিধি না থাকায় সিটি করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এতে জনসেবা বাধাগ্রস্ত হচ্ছে এবং নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

এ অবস্থায় তিনি নির্বাচন কমিশনের প্রতি দ্রুত দুই সিটির মেয়র পদে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

তবে নির্বাচন কমিশন এর আগে জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় কোনো নির্বাচন আয়োজনের পরিকল্পনা তাদের নেই। তবে সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে সীমিত পরিসরে নির্বাচন হতে পারে।