বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সদস্য সচিব ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সাকিব খানকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার শাহবাগ থানা পুলিশ বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
তার গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার সাতমাথা জিরো পয়েন্টে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের সামনে ‘সাধারণ ছাত্র-জনতা’-এর ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা-কর্মীরা অংশ নিয়ে সাইবার সুরক্ষা আইন-২০২৫ বাতিল ও সাকিব খানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
গ্রেপ্তার সাকিব খান নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি হাসান মণ্ডল জানান, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব বগুড়ার শিক্ষার্থীদের নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে তাকে জেলা কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

ডেস্ক রিপোর্ট 




















