ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে রক্তক্ষয়ী উত্তেজনা: মহাসচিবের ভাই আহত, গাড়ি ভাঙচুর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে গুলি ও হামলা, আহত ১ চকবাজারে ব্যবসায়ী হত্যা: বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ ‘চাঁদাবাজদের হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেয়া হবে’ ৫ কোটি টাকা চাঁদার দাবিতে বাস ভাংচুর, যুবদল নেতা দল থেকে বহিষ্কার খালি নির্বাচন নির্বাচন করেন, খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন না কেন?: বিএনপিকে জামায়াত নেতা রফিকুল ইরানের মতো শক্তিশালী রাষ্ট্রকে ছোট করে দেখা পশ্চিমাদের বড় ভুল: ফ্রান্স ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে: রাকিব তারা ভেবেছিল, কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেবে: নাহিদ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড: ৫ দিনের রিমান্ডে টিটন গাজী

হামলার আগেই সতর্ক ছিল ইরান? ফোরদো স্থাপনায় ব্যতিক্রমধর্মী তৎপরতা ধরা পড়েছে স্যাটেলাইটে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৩২৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বিমান দিয়ে চালানো হামলার ঠিক আগে ইরানের অন্যতম গোপন পারমাণবিক কেন্দ্র ফোরদো ফুয়েল এনরিচমেন্ট সাইট (FFEP)-এ অস্বাভাবিক কর্মকাণ্ড শনাক্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এসব দৃশ্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—তেহরান কি আগেই আঁচ করেছিল হামলার পরিকল্পনা?

যুক্তরাষ্ট্রভিত্তিক উপগ্রহ চিত্র সংস্থা ম্যাক্সার টেকনোলজিস গত ১৯ ও ২০ জুন ফোরদো পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সাইটটির টানেল প্রবেশপথের আশপাশে অন্তত ১৬টি মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে অবস্থান করছে, যেগুলো সরাসরি প্রবেশপথের দিকে অগ্রসর হচ্ছিল।

কিছুক্ষণের মধ্যেই এসব যানবাহন সাইটের মূল এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে স্থানান্তরিত হতে দেখা যায়। একইসঙ্গে সেখানে বুলডোজার ও অতিরিক্ত ট্রাক চলাচল লক্ষ্য করা গেছে—যা ইঙ্গিত দেয়, ফোরদোতে হয় সরঞ্জাম অপসারণ, নয়তো প্রতিরক্ষামূলক প্রস্তুতি চলছিল।

বিশ্লেষকরা বলছেন, এই ব্যতিক্রমধর্মী প্রস্তুতি যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগেই সংঘটিত হয়েছে, যা থেকে অনুমান করা যায়—ইরান হামলার আগাম বার্তা পেয়ে থাকতে পারে। তেহরান হয়তো গোয়েন্দা তথ্য, উপগ্রহ পর্যবেক্ষণ কিংবা কূটনৈতিক সতর্কতার মাধ্যমে হামলার পূর্বাভাস পেয়েছিল এবং তা অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র—নাতাঞ্জ, ফোরদো ও ইস্পাহান—লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে ইরান পাল্টা বিবৃতিতে জানিয়েছে, হামলার আগে এসব স্থাপনা খালি করে নেওয়া হয়, ফলে ‘প্রায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি’।

ফোরদোতে ধরা পড়া যানবাহনের এই অস্বাভাবিক গতিবিধি ও প্রস্তুতি এই ইঙ্গিতই দেয় যে, ইরান হয়তো ঝুঁকি পূর্বাভাস পেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরিয়ে ফেলেছিল। ফলে মার্কিন হামলার প্রভাব সীমিত রাখা সম্ভব হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে বিএনপি সম্মেলনে রক্তক্ষয়ী উত্তেজনা: মহাসচিবের ভাই আহত, গাড়ি ভাঙচুর

হামলার আগেই সতর্ক ছিল ইরান? ফোরদো স্থাপনায় ব্যতিক্রমধর্মী তৎপরতা ধরা পড়েছে স্যাটেলাইটে

আপডেট সময় ০৮:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বিমান দিয়ে চালানো হামলার ঠিক আগে ইরানের অন্যতম গোপন পারমাণবিক কেন্দ্র ফোরদো ফুয়েল এনরিচমেন্ট সাইট (FFEP)-এ অস্বাভাবিক কর্মকাণ্ড শনাক্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়া এসব দৃশ্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—তেহরান কি আগেই আঁচ করেছিল হামলার পরিকল্পনা?

যুক্তরাষ্ট্রভিত্তিক উপগ্রহ চিত্র সংস্থা ম্যাক্সার টেকনোলজিস গত ১৯ ও ২০ জুন ফোরদো পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সাইটটির টানেল প্রবেশপথের আশপাশে অন্তত ১৬টি মালবাহী ট্রাক সারিবদ্ধভাবে অবস্থান করছে, যেগুলো সরাসরি প্রবেশপথের দিকে অগ্রসর হচ্ছিল।

কিছুক্ষণের মধ্যেই এসব যানবাহন সাইটের মূল এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে স্থানান্তরিত হতে দেখা যায়। একইসঙ্গে সেখানে বুলডোজার ও অতিরিক্ত ট্রাক চলাচল লক্ষ্য করা গেছে—যা ইঙ্গিত দেয়, ফোরদোতে হয় সরঞ্জাম অপসারণ, নয়তো প্রতিরক্ষামূলক প্রস্তুতি চলছিল।

বিশ্লেষকরা বলছেন, এই ব্যতিক্রমধর্মী প্রস্তুতি যুক্তরাষ্ট্রের হামলার ঠিক আগেই সংঘটিত হয়েছে, যা থেকে অনুমান করা যায়—ইরান হামলার আগাম বার্তা পেয়ে থাকতে পারে। তেহরান হয়তো গোয়েন্দা তথ্য, উপগ্রহ পর্যবেক্ষণ কিংবা কূটনৈতিক সতর্কতার মাধ্যমে হামলার পূর্বাভাস পেয়েছিল এবং তা অনুযায়ী প্রতিক্রিয়া দেখিয়েছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র—নাতাঞ্জ, ফোরদো ও ইস্পাহান—লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দেশটির পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে। তবে ইরান পাল্টা বিবৃতিতে জানিয়েছে, হামলার আগে এসব স্থাপনা খালি করে নেওয়া হয়, ফলে ‘প্রায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি’।

ফোরদোতে ধরা পড়া যানবাহনের এই অস্বাভাবিক গতিবিধি ও প্রস্তুতি এই ইঙ্গিতই দেয় যে, ইরান হয়তো ঝুঁকি পূর্বাভাস পেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরিয়ে ফেলেছিল। ফলে মার্কিন হামলার প্রভাব সীমিত রাখা সম্ভব হয়েছে।