যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক মনে করেন, এখনই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত এক যৌথ সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।
ছয় দিনব্যাপী অনলাইন জরিপটি সোমবার শেষ হয় এবং বুধবার প্রকাশিত ফলাফলে দেখা যায়— জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ আমেরিকান ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে মত দিয়েছেন। অপরদিকে ৩৩ শতাংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, বাকিরা এ বিষয়ে অনিশ্চিত বা মত দেননি।
দলীয়ভাবে দেখা যায়, ডেমোক্র্যাটদের ৮০ শতাংশ ও রিপাবলিকানদের ৪১ শতাংশ ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে। তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকানদের মধ্যে প্রায় ৫৩ শতাংশ এখনো এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
বিশ্লেষকদের মতে, এই সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে, ট্রাম্প প্রশাসনের নীতি যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর অনেকে— যেমন ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া— ফিলিস্তিনকে আনুষ্ঠানিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে এসব সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল।

ডেস্ক রিপোর্ট 

























