ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অতিরিক্ত ভাড়া  ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ, গণধোলাই খেলেন টিটিই আলোচিত সেই দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ গাজা খালি করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন নেতাকর্মী শহীদ হয়েছে: নাছির উদ্দিন এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব এমন বৃষ্টি থাকবে কত দিন, জানাল আবহাওয়া অফিস চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল ভারতের ঢলে ভেঙে গেল ৩ নদীর বাঁধ, ডুবে গেল ৩০ গ্রাম কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক শিক্ষার্থীর মরদেহ ইরানের হাতে এসেছে চীনের আধুনিক হিউ কিউ-৯ এয়ার ডিফেন্স মিসাইল

ইরানের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন অন্তত ২৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইসরাইল ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলায়। গত ১০ দিনে ইরানে ইসরাইলি হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ইরানের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন অন্তত ২৪ জন। ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা এই তথ্য জানিয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলের জরুরি চিকিৎসা দল ১,২১৩ জন আহত ব্যক্তিকে সেবা দিয়েছে, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। বাকি আহতদের হালকা থেকে মাঝারি আঘাতে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসরাইলি বাহিনী হামলা জোরদার করেছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে। ইরানের বুশেহর শহরের নিকটবর্তী দুটি লক্ষ্যবস্তুতে হামলার খবর নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি, যা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অনুমোদিত। পাশাপাশি ইয়াজদ প্রদেশের কিছু স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। সেখানে আল-গাদির আইআরজিসি ইউনিটের দুটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

উল্লেখযোগ্যভাবে, বুশেহর প্রদেশেই অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ সম্প্রতি সতর্ক করে জানিয়েছিল, বুশেহর পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে। তবে এই সতর্কতা উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আজ (রোববার) ইসরাইলি বিমান বাহিনী ইরানের ইসফাহান, বুশেহর, আহভাজ ও ইয়াজদে সামরিক স্থাপনাগুলোতে একাধিক হামলা চালিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে আন্তর্জাতিক মহল।

 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ভাড়া  ও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ, গণধোলাই খেলেন টিটিই

ইরানের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন অন্তত ২৪

আপডেট সময় ০৭:২২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইসরাইল ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলায়। গত ১০ দিনে ইরানে ইসরাইলি হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে। অন্যদিকে, ইরানের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন অন্তত ২৪ জন। ইসরাইলের জরুরি চিকিৎসা পরিষেবা এই তথ্য জানিয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলের জরুরি চিকিৎসা দল ১,২১৩ জন আহত ব্যক্তিকে সেবা দিয়েছে, যাদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। বাকি আহতদের হালকা থেকে মাঝারি আঘাতে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসরাইলি বাহিনী হামলা জোরদার করেছে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে। ইরানের বুশেহর শহরের নিকটবর্তী দুটি লক্ষ্যবস্তুতে হামলার খবর নিশ্চিত করেছে ফার্স নিউজ এজেন্সি, যা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অনুমোদিত। পাশাপাশি ইয়াজদ প্রদেশের কিছু স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। সেখানে আল-গাদির আইআরজিসি ইউনিটের দুটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

উল্লেখযোগ্যভাবে, বুশেহর প্রদেশেই অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ সম্প্রতি সতর্ক করে জানিয়েছিল, বুশেহর পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে। তবে এই সতর্কতা উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আজ (রোববার) ইসরাইলি বিমান বাহিনী ইরানের ইসফাহান, বুশেহর, আহভাজ ও ইয়াজদে সামরিক স্থাপনাগুলোতে একাধিক হামলা চালিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে আন্তর্জাতিক মহল।