সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।
প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই ড. ইউনূস সফরে যেতে পারছেন না।

ডেস্ক রিপোর্ট 

























