নাসীরুদ্দীন পাটওয়ারী, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক, জানিয়েছেন যে তাঁর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। তিনি বলেছেন, “আমি এনসিপির সাথেই আছি। সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকবো।”
এ সময় তিনি বলেন, গুজব দ্রুত ছড়িয়ে যায় —
“অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লেও, এনসিপি-র পক্ষ থেকে তা গুজব ও ভিত্তিহীন হিসেবে খণ্ডন করা হয়েছে।
তিনি আরও বলেন, “রাতের মধ্যে একটা গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে। এই ধরনের অপসাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত।”
এছাড়া তিনি বলেন, তাঁর দাবী — নবগঠিত সরকারের আমলে দুর্নীতির ধারাবাহিকতা এখনও বিরামহীন রয়েছে: “সচিবালয় থেকে শুরু করে আমলাতন্ত্র সবাই মিলে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে…”
প্রসঙ্গ
- গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বলা হয়েছিল, তারা দুই সপ্তাহ আগে তাঁর পদত্যাগপত্র জমা রেখেছেন।
- তবে দলের যুগ্ম সদস্য সচিব ও সিনিয়র নেতারা একাধিকবার দাবি করেছেন, তিনি পদত্যাগ করেননি এবং বিষয়টি সম্পূর্ণ গুজব।
- সংবাদে বলা হয়েছে, ওই গুজব ছড়ানোর পেছনে থাকতে পারে একটি ব্যবসায়িক গোষ্ঠী, যার নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে।

ডেস্ক রিপোর্ট 

























