দেশের অন্যতম জনপ্রিয় B2B ট্রাভেল পোর্টাল ‘টিকেট লাগবে’ এবার তাদের প্ল্যাটফর্মে নিয়ে এলো নতুন একটি যুগান্তকারী ফিচার—হোটেল বুকিং। এতদিন শুধুমাত্র ফ্লাইট বুকিং সুবিধা থাকলেও এবার থেকে দেশের ট্রাভেল এজেন্সিগুলো একই পোর্টাল থেকেই হোটেলও বুক করতে পারবেন, তাও আবার B2B রেটে! এই আপডেট ব্যবসায়ী এজেন্টদের জন্য শুধু সময় সাশ্রয়ই নয়, বরং লাভজনক ও নিরাপদ ট্রাভেল ব্যবস্থাপনার নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
টিকেট লাগবে জানিয়েছে, এই হোটেল বুকিং ফিচারের মাধ্যমে একজন এজেন্ট পাবেন বিশ্বব্যাপী দুই মিলিয়নেরও বেশি হোটেলের ইনভেন্টরিতে অ্যাক্সেস। বুকিং হবে রিয়েল-টাইম রেটে এবং সঙ্গে থাকবে ইনস্ট্যান্ট কনফার্মেশন সুবিধা। এছাড়া প্রতিটি বুকিংয়ে মিলবে সর্বোচ্চ কমিশন এবং কোনো কারণে বুকিং বাতিল হলে তাৎক্ষণিক রিফান্ডও নিশ্চিত করা হবে। সবচেয়ে বড় কথা, প্রতিটি হোটেল বুকিং থাকবে ১০০% রি-কনফার্মড, যার ফলে এজেন্ট ও গ্রাহক উভয়ের মধ্যেই থাকবে পূর্ণ আস্থা।
ট্রাভেল ব্যবসার জগতে যারা প্রতিনিয়ত গ্রাহকদের চাহিদা মেটাতে কাজ করছেন, তাদের জন্য এই ফিচারটি নিঃসন্দেহে একটি গেম-চেঞ্জার। এখন আর আলাদা আলাদা সিস্টেমে লগইন করে সময় নষ্ট করার প্রয়োজন নেই—একই পোর্টালে ফ্লাইট ও হোটেল দুটোই বুক করা যাবে সহজেই।
আপনি যদি ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী হয়ে থাকেন, তাদের B2B অ্যাকাউন্টে লগইন করে এই নতুন ফিচার উপভোগ করতে পারেন। বিস্তারিত জানতে ভিজিট করুন: b2b.ticketlagbe.com