ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার ব্যাপক গণসংযোগ, ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট চাইলেন প্রেস সচিব শফিকুল আলম: ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, ঠেকানোর ক্ষমতা কারো নেই বিশ্ববিদ্যালয়ে টর্চার সেল ও গাঁজা-মদের আড্ডা বন্ধ হয়েছে, ডালের ঘনত্ব বেড়েছে ছত্তিশগড়ে রোমহর্ষক রহস্য — শেষকৃত্য করা যুবকই কুমারে ফিরে এসে বাড়িতে হাজির ইসলামী দলের নায়েবে আমিরের ‘নো হাংকি পাংকি’ মন্তব্যে ক্ষুব্ধ এ্যানি: “এটা রাজনৈতিক ভাষা হতে পারে না” “আগামী বাংলাদেশের রিহার্সেল চলছে ছাত্র সংসদে”—ডা. শফিকুর রহমান “৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট” — মির্জা ফখরুল বিতর্কিত প্রার্থী বাছাইয়ে চাপে বিএনপি: তৃণমূলে ক্ষোভ ও আন্দোলন, একাধিক আসনে প্রার্থী পরিবর্তনের দাবি ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত কুমারখালীতে আগাম শীতকালীন সবজিতে কৃষকদের বাম্পার ফলন, লাখে লাখে আয়

দেশের হয়ে আর খেলতে পারবে না সাকিব, বিসিবিকে নির্দেশনা দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাকিব-আসিফ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের জেরে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাংলাদেশ দলে খেলার সুযোগ শেষ হয়ে যেতে পারে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সাকিব যেন আর কখনও লাল-সবুজ জার্সি গায়ে দিতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিক নির্দেশনা দেয়া হবে।

রোববার রাতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। পাল্টা প্রতিক্রিয়া দেন জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা, যার মধ্যে সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েমও ছিলেন। পরদিন বিকেলে ফেসবুকে সাকিবকে ইঙ্গিত করে পোস্ট দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি স্পষ্ট করে জানান, শুধু ভালো ক্রিকেটার হলেই খুনিদের সমর্থন, শেয়ারবাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং কিংবা আর্থিক জালিয়াতির দায় এড়ানো যাবে না।

এক টেলিভিশন চ্যানেলকে দেয়া প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, সাকিব এখনও আওয়ামী লীগের প্রভাব বহন করছেন বলেই শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পরিষ্কার জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিসিবিকে নির্দেশনা দেয়া হবে যাতে সাকিব আর কখনও জাতীয় দলের হয়ে খেলতে না পারেন।

এদিকে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব জানান, এটি ছিল তার ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার। শেখ হাসিনা ক্রিকেটের প্রতি সবসময় আগ্রহী ছিলেন এবং খেলা দেখতেন, তাই সেখান থেকে সম্পর্কের জায়গা থেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন সাকিব।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নতুন তদন্ত কমিটি গঠন করেছে। এর পাশাপাশি ক্রিকেট ক্যারিয়ারও শেষ হওয়ার দ্বারপ্রান্তে বলে মনে করছেন অনেকেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জোর দিয়ে বলেছেন, জাতীয় পতাকা বহনের সুযোগ আর সাকিবকে দেয়া হবে না।

তাহলে কি সত্যিই শেষ হতে যাচ্ছে সাকিব অধ্যায়—এখন সেটিই বড় প্রশ্ন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর-৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়ার ব্যাপক গণসংযোগ, ন্যায়-ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট চাইলেন

দেশের হয়ে আর খেলতে পারবে না সাকিব, বিসিবিকে নির্দেশনা দেয়া হবে: ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ১২:৪২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের জেরে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাংলাদেশ দলে খেলার সুযোগ শেষ হয়ে যেতে পারে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সাকিব যেন আর কখনও লাল-সবুজ জার্সি গায়ে দিতে না পারেন, সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিক নির্দেশনা দেয়া হবে।

রোববার রাতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। পাল্টা প্রতিক্রিয়া দেন জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা, যার মধ্যে সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েমও ছিলেন। পরদিন বিকেলে ফেসবুকে সাকিবকে ইঙ্গিত করে পোস্ট দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি স্পষ্ট করে জানান, শুধু ভালো ক্রিকেটার হলেই খুনিদের সমর্থন, শেয়ারবাজার কেলেঙ্কারি, মানি লন্ডারিং কিংবা আর্থিক জালিয়াতির দায় এড়ানো যাবে না।

এক টেলিভিশন চ্যানেলকে দেয়া প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ বলেন, সাকিব এখনও আওয়ামী লীগের প্রভাব বহন করছেন বলেই শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পরিষ্কার জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিসিবিকে নির্দেশনা দেয়া হবে যাতে সাকিব আর কখনও জাতীয় দলের হয়ে খেলতে না পারেন।

এদিকে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব জানান, এটি ছিল তার ব্যক্তিগত মতপ্রকাশের অধিকার। শেখ হাসিনা ক্রিকেটের প্রতি সবসময় আগ্রহী ছিলেন এবং খেলা দেখতেন, তাই সেখান থেকে সম্পর্কের জায়গা থেকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন সাকিব।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নতুন তদন্ত কমিটি গঠন করেছে। এর পাশাপাশি ক্রিকেট ক্যারিয়ারও শেষ হওয়ার দ্বারপ্রান্তে বলে মনে করছেন অনেকেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জোর দিয়ে বলেছেন, জাতীয় পতাকা বহনের সুযোগ আর সাকিবকে দেয়া হবে না।

তাহলে কি সত্যিই শেষ হতে যাচ্ছে সাকিব অধ্যায়—এখন সেটিই বড় প্রশ্ন।