প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি জানান, এটি একটি প্রাথমিক তালিকা, যা পরবর্তীতে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশোধন হতে পারে।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—
- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন।
- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ঘোষিত আসন ঢাকা-১৫ এ বিএনপি মনোনয়ন দিয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।
মির্জা ফখরুল বলেন, “এটি একটি প্রাথমিক তালিকা মাত্র। আমাদের স্ট্যান্ডিং কমিটি মনে করলে যেকোনো সংশোধনী আনা হতে পারে।

ডেস্ক রিপোর্ট 





















