বরিশালের বিএনপিতে দীর্ঘদিনের মনমালিন্য শেষ হয়ে গেলো একটি আবেগঘন ঘটনার মধ্য দিয়ে। বুধবার (৫ নভেম্বর) সকালে বাদ আস’র বিএম স্কুল প্রাঙ্গণে দলের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের হাতে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার হাত মিলিয়ে ধানের শীষের ঐক্যের বিজয় কেতন উড়াল দেন।
মনিরুজ্জামান খানের জানাজা শেষে এই আকস্মিক মিলন বরিশালের জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে। দীর্ঘদিন ধরে দলের ভেতরের দ্বন্দ্ব মুছে গিয়ে নেতাকর্মীরা ধানের শীষের ঐক্যতান শ্লোগানে প্রাঙ্গণ মুখরিত করেন।
মজিবর রহমান সরোয়ারের সাথে মহানগর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে এই মিলন আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচীতেও দলের সব বিবাদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা প্রদর্শিত হতে পারে।
বরিশালে বিএনপির এই মিলন প্রমাণ করলো, চূড়ান্ত কঠিন পরিস্থিতিতেও দলের নেতাকর্মীরা একটি ছাতার তলায় এক হয়ে ধানের শীষের শক্তি প্রদর্শন করতে পারে।

ডেস্ক রিপোর্ট 





















