আলোচিত-সমালোচিত ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে নিয়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। তার স্ত্রী সাবিকুন নাহার সারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর বিরুদ্ধে পরকীয়া প্রেমের গুরুতর অভিযোগ তুলেছেন।
শনিবার (১১ অক্টোবর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আবু ত্বহা প্রেমে মজেছেন জারিন জেবিন নামের এক এয়ার হোস্টেসের সঙ্গে, যিনি নাকি তার ১৫ বছর আগের কলেজ জীবনের প্রিয়তমা ছিলেন।
সারার ভাষায়, আদনান নিয়মিত ওই নারীর সঙ্গে চ্যাট করেন, ফোনে কথা বলেন এবং ব্যক্তিগতভাবে সাক্ষাৎও করেন। এমনকি তার প্রতিষ্ঠানে “ক্লাস ও আয়োজনের নামে” নারীদের সঙ্গে একান্তে দেখা করার সুযোগ তৈরি করেন বলেও অভিযোগ তোলেন তিনি।
সারা আরও লিখেছেন,
“আমার বিছানায় বসে প্রেম করেন ওই এয়ার হোস্টেসের সঙ্গে, তারপর জানান— ‘আমি তার প্রেমিকার সঙ্গে কথা বলেছি’। তিনি যা-ই করেন, তা গোপন করেন না, কারণ তিনিই সবচেয়ে বড়।”
তিনি আরও দাবি করেন, এর আগে রংপুরের এক আলেমা মেয়েকেও বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আবু ত্বহা, কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে জারিন জেবিনের প্রতি আকৃষ্ট হন।
পোস্টের শেষে সারা লেখেন,
“দেখা যাক ফাইনালি উস্তাদ কার হোন।”
এ বিষয়ে এখনো আবু ত্বহা মুহাম্মদ আদনান বা জারিন জেবিনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 

























