সুনামগঞ্জের দিরাইয়ে নৌকা থেকে চামটি নদীতে পড়ে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে দিরাই পৌর এলাকার বাজার ব্রিজের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটির নাম তানহা; সে দিরাই উপজেলার শাল্লার ভাটগাঁও গ্রামের রহিবুল ইসলামের মেয়ে। জানা যায়, শিশুটির মা মাসেদা আক্তার (৩০) সিলেট থেকে দিরাই আসার পর শাল্লাগামী নৌকায় ওঠেন। নৌকায় ওঠার পর তিনি মেয়েকে পাউরুটি খাওয়াচ্ছিলেন। কিছুক্ষণ পর পানি খাওয়ানোর জন্য সামান্য দূরে যেতেই জানালা দিয়ে তানহা নদীতে পড়ে যায়।
খবর পেয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “এটি হৃদয়বিদারক ঘটনা, শিশুটিকে উদ্ধারে ডুবুরি দল কাজ করছে।”
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে, তবে নদীতে প্রবল স্রোতের কারণে শিশুটিকে সন্ধ্যা সাড়ে তিনটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 

























