ঢাকা , শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফের ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী  আর কোনোদিন এয়ার ইন্ডিয়ার বিমানে উঠব না: ওয়ার্নার বাংলাদেশ–লাগোয়া ধুবড়িতে ‘দুষ্কৃতকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ দিলেন আসামের মুখ্যমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাস ইসরায়েলি হামলায় ইরানের আরও দুই জেনারেল নিহত ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক স্বস্তি ফিরিয়ে এনেছে: দুদু ইরানের পর এবার ইসরায়েলে রকেট হামলা চালালো আরেক মুসলিম দেশ! ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ড. ইউনূস-তারেক রহমান বৈঠক ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক: প্রেসসচিব ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

ইসলামের বিপক্ষে কোন আইন কার্যকর হবে না: হাসিনুর রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

শেখ হাসিনার শাসনামলে দুইবার গুমের শিকার হওয়া বীর প্রতীকপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান বলেছেন, “ইসলামের বিপক্ষে কোনো আইন বা কমিশন কার্যকর হতে দেওয়া যাবে না।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে নারীনীতি বা সংশ্লিষ্ট কমিশনের মতো কিছু উদ্যোগ ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করতে এবং সমাজে বিভ্রান্তি ছড়াতে গ্রহণ করা হয়েছে।

নারী উন্নয়ন কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে হাসিনুর বলেন, “যে দেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী নারী, সেখানে নারী-সমাজের ক্ষমতায়নে ঘাটতি কোথায়? ১৬ বছর ধরে নারীরা সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে ছিল—তাহলে হঠাৎ করে কমিশনের প্রয়োজন কেন?” তিনি মন্তব্য করেন, “এই কমিশনের মাধ্যমে আমাদের ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ করা হচ্ছে।”

নিজের পারিবারিক জীবন থেকে উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমি আমার মা, স্ত্রী ও কন্যাদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখি। আমাদের নারীরা আরবের নারীদের মতো নন, তারা মূল্যবোধসম্পন্ন। আমরা কোনোভাবেই নারীদের পণ্য হিসেবে দেখতে চাই না।” তিনি আরও বলেন, ইসলামে নারীর অধিকার ও মর্যাদা স্পষ্টভাবে নির্ধারিত এবং তা নিয়ে সংশয় তোলা অর্থহীন। “কিছু উশৃঙ্খল পুরুষের কর্মকাণ্ডকে কেন্দ্র করে পুরো সমাজব্যবস্থাকে বদলে ফেলার প্রয়াস কাম্য নয়।”

হাসিনুর রহমান বলেন, “আমরা বাঙালি মুসলমানরা এক স্বর্গীয় সমাজ ব্যবস্থায় বাস করি। এই সমাজব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। আমরা পরিবারে যে মূল্যবোধে বড় হয়েছি, তা-ই আমাদের শক্তি।” তিনি নারী উন্নয়ন কমিশনের ধারণাটিকে “বিদেশি অনুকরণ” ও “সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা” বলে আখ্যা দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফের ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরান জ্বলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী 

ইসলামের বিপক্ষে কোন আইন কার্যকর হবে না: হাসিনুর রহমান

আপডেট সময় ১২:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

শেখ হাসিনার শাসনামলে দুইবার গুমের শিকার হওয়া বীর প্রতীকপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান বলেছেন, “ইসলামের বিপক্ষে কোনো আইন বা কমিশন কার্যকর হতে দেওয়া যাবে না।” তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে নারীনীতি বা সংশ্লিষ্ট কমিশনের মতো কিছু উদ্যোগ ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করতে এবং সমাজে বিভ্রান্তি ছড়াতে গ্রহণ করা হয়েছে।

নারী উন্নয়ন কমিশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে হাসিনুর বলেন, “যে দেশে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী নারী, সেখানে নারী-সমাজের ক্ষমতায়নে ঘাটতি কোথায়? ১৬ বছর ধরে নারীরা সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে ছিল—তাহলে হঠাৎ করে কমিশনের প্রয়োজন কেন?” তিনি মন্তব্য করেন, “এই কমিশনের মাধ্যমে আমাদের ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সামাজিক কাঠামোকে চ্যালেঞ্জ করা হচ্ছে।”

নিজের পারিবারিক জীবন থেকে উদাহরণ দিয়ে তিনি বলেন, “আমি আমার মা, স্ত্রী ও কন্যাদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখি। আমাদের নারীরা আরবের নারীদের মতো নন, তারা মূল্যবোধসম্পন্ন। আমরা কোনোভাবেই নারীদের পণ্য হিসেবে দেখতে চাই না।” তিনি আরও বলেন, ইসলামে নারীর অধিকার ও মর্যাদা স্পষ্টভাবে নির্ধারিত এবং তা নিয়ে সংশয় তোলা অর্থহীন। “কিছু উশৃঙ্খল পুরুষের কর্মকাণ্ডকে কেন্দ্র করে পুরো সমাজব্যবস্থাকে বদলে ফেলার প্রয়াস কাম্য নয়।”

হাসিনুর রহমান বলেন, “আমরা বাঙালি মুসলমানরা এক স্বর্গীয় সমাজ ব্যবস্থায় বাস করি। এই সমাজব্যবস্থাকে ধ্বংস করা যাবে না। আমরা পরিবারে যে মূল্যবোধে বড় হয়েছি, তা-ই আমাদের শক্তি।” তিনি নারী উন্নয়ন কমিশনের ধারণাটিকে “বিদেশি অনুকরণ” ও “সামাজিক অস্থিরতা তৈরির চেষ্টা” বলে আখ্যা দেন।