মোঃ মিনহাজ আলোম
ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ে প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে নেসকো অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছে বিদ্যুত গ্রাহক ফোরাম ঠাকুরগাঁও।
রোববার (১২ মে) সকালে ঠাকুরগাঁও বিদ্যুত গ্রাহক ফোরাম এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় এসে সমবেত হয় বিদ্যুত গ্রাহক ফোরামের নেতারা। সেখানে সংক্ষীপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় গ্রাহকরা অভিযোগ করে বলেন, প্রি-পেইড মিটার চালু হলে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হবে। অনেককে বিদ্যুৎবিহীন থাকতে হবে। যে সকল ব্যবস্থায় মানুষের ভোগান্তি বাড়ে তা বাস্তবায়ন কোনো ভাবেই হতে দেয়া যাবে না। এটি বাস্তবায়ন হলে বিদ্যুত বিভাগে আরো দুর্নীতি বাড়বে। বড় বড় বিভাগীয় শহরগুলোতে এখনো প্রি-পেইড মিটার চালু হয়নি। অথচ বিদ্যুত বিভাগে ঠাকুরগাঁও জেলায় প্রি-পেইড মিটার চালু জন্য মরিয়া হয়ে উঠেছে। গ্রাহকের ক্ষতি হয় এমন কার্যক্রম কোনভাবেই বাস্তবায়ন হতে দেয়া হবে না ঠাকুরগাঁওয়ে। অবিলম্বে প্রি-পেইড মিটার চালুর সিন্ধান্ত বাতিল না করলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বক্তব্য শেষেতারা, সেখান থেকে একটি পদযাত্রা নিয়ে ঠাকুরগাঁও বিদ্যুত বিতরণ বিভাগ নেসকো অভিমুখে রওনা হয়।
পরে বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামকে এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন বিদ্যুত গ্রাহক ফোরামের নেতারা। একই সাথে জেলা প্রশাসকসহ বেশ কয়েকটি দফতরে প্রি-পেইড মিটার চালুর সিন্ধান্ত বাতিলে স্মারকলিপি প্রদান করেন তারা।