ঢাকা , শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ইসরায়েলি হাসপাতালে ইরানের ক্লাস্টার বোমা! নেতানিয়াহুর হুংকার, ‘চড়া মূল্য দিতে হবে’ ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা, তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র-ড্রোন বৃষ্টি চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইরানের হামলায় আতঙ্ক, দেশ ছাড়তে সিনাইয়ে ইসরায়েলিদের ভিড় ছয় দিনের যুদ্ধ বনাম সাত দিনের প্রতিরোধ: ‘এইবার নয়’—ইতিহাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান? ‘কেউই রেহাই পাবে না’: খামেনিকে লক্ষ্য করে হামলার ইঙ্গিত নেতানিয়াহুর ‘ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি’: তাসনিম নিউজ তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন: দুদু ইসরাইলি আগ্রাসন রুখে দিতে মুসলিম বিশ্বের প্রতি ছারছীনা পীরের আহ্বান

ট্রাম্প ও আরব নেতাদের বৈঠক, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান সৌদি প্রিন্সের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্যদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে আরব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

জিসিসি নেতাদের সঙ্গে ট্রাম্পের শীর্ষ সম্মেলন এখন চলমান রয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী ভাষণ দিয়েছেন। এ সময় ট্রাম্প বলেছেন, ‘উপসাগরীয় দেশগুলো একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি এত অগ্রগতি দেখেছি। এটা সত্যিই অবিশ্বাস্য। আমি ঐক্য এবং বন্ধুত্বও দেখেছি।’ এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে, ফিলিস্তিনিদের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।’ গাজায় যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার সাথে কাজ করার কথাও জানান তিনি।

ট্রাম্প এবং জিসিসি নেতাদের সমাবেশে ভাষণ দিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি আশা করেন এ সম্পর্ক আরও “উচ্চতর স্তরে” পৌঁছাবে। ইয়েমেন এবং সুদানে চলমান সংঘাতের কথাও উল্লেখ করেন সৌদি প্রিন্স। এ জন্য “কূটনৈতিক সমাধান” প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলাকালীন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরা বলছে, এদিন সকালে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দেখা করেন। এর আগে মঙ্গলবার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এ সিদ্ধান্তে আনন্দের সঞ্চার হয় সিরিয়াজুড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে বড় রদবদল: ৫ সচিবসহ ৬ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ট্রাম্প ও আরব নেতাদের বৈঠক, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান সৌদি প্রিন্সের

আপডেট সময় ০৪:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্যদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে আরব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

জিসিসি নেতাদের সঙ্গে ট্রাম্পের শীর্ষ সম্মেলন এখন চলমান রয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী ভাষণ দিয়েছেন। এ সময় ট্রাম্প বলেছেন, ‘উপসাগরীয় দেশগুলো একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি এত অগ্রগতি দেখেছি। এটা সত্যিই অবিশ্বাস্য। আমি ঐক্য এবং বন্ধুত্বও দেখেছি।’ এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে, ফিলিস্তিনিদের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।’ গাজায় যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার সাথে কাজ করার কথাও জানান তিনি।

ট্রাম্প এবং জিসিসি নেতাদের সমাবেশে ভাষণ দিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি আশা করেন এ সম্পর্ক আরও “উচ্চতর স্তরে” পৌঁছাবে। ইয়েমেন এবং সুদানে চলমান সংঘাতের কথাও উল্লেখ করেন সৌদি প্রিন্স। এ জন্য “কূটনৈতিক সমাধান” প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলাকালীন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরা বলছে, এদিন সকালে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দেখা করেন। এর আগে মঙ্গলবার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এ সিদ্ধান্তে আনন্দের সঞ্চার হয় সিরিয়াজুড়ে।