ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি সংবাদমাধ্যম দ্য লোকাল কল-এর সম্পাদক মেরন র্যাপোপোর্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হামলার মাত্রা ও প্রভাব দেখে ইসরাইলিরা রীতিমতো বিস্মিত।
র্যাপোপোর্ট বলেন, “যদিও ইসরাইলি সামরিক বাহিনী এই হামলাকে প্রত্যাশিত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, বাস্তবে সাধারণ মানুষ হতবাক যে এত বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট বেশি।”
তিনি আরও জানান, কিছু কৌশলগত স্থাপনাতেও হামলা সফলভাবে পরিচালিত হয়েছে। তবে এসব বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জনগণের সামনে আসছে না সেন্সরশিপের কারণে।
র্যাপোপোর্টের ভাষ্য অনুযায়ী, “সবকিছু আমরা জানিও না, আর জানলেও তা প্রকাশ করার অনুমতি আমাদের নেই।”
বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতার একটি বার্তা যেমন দেওয়া হয়েছে, তেমনি ইসরাইলের প্রতিরক্ষা ঘাটতির বিষয়টিও সামনে এসেছে