রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফল ঘোষণার জন্য রাত সাড়ে ৮টার দিকে ভোট গণনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ভোট গণনা কেন্দ্র কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংবাদিকদের জানান, গণনা শেষ হতে সাধারণত ১৪-১৫ ঘণ্টা সময় লাগতে পারে। তবে সবকিছু গুছিয়ে ওএমআর মেশিনে উঠালে সময় কম লাগবে।
ভোট কারচুপি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি ছিল ছাত্র-ছাত্রীদের একটি উৎসব। কিছু অভিযোগ উঠেছে, যেমন অমোচনীয় কালি মুছে যাওয়া, ব্যালটে স্বাক্ষর থাকা বা কিছু লিফলেট পাওয়া—কিন্তু এগুলো ভোটগ্রহণের স্বচ্ছতা নষ্ট করেনি। জাল ভোট বা বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
উপাচার্য আরও বলেন, ভোটার উপস্থিতি বেশি হলে প্রিজাইডিং অফিসার কিছু ব্যালটে স্বাক্ষর করতে পারেন। অভিযোগ থাকলেও তা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “ভোট ছাত্র-ছাত্রীদের। তারা যদি সন্তুষ্ট থাকে, তাই আমার জন্য যথেষ্ট।”

ডেস্ক রিপোর্ট 



















