বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্ট (জিমি ডোনাল্ডসন) এমন এক ছবি শেয়ার করেছেন যা মুহূর্তেই ইন্টারনেট দুনিয়াকে তোলপাড় করে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বলিউডের তিন কিংবদন্তি তারকা—শাহরুখ খান, সালমান খান ও আমির খানকে একসাথে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিতে।
সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ তোলা এই ঐতিহাসিক ছবি ১৬ অক্টোবর মিস্টারবিস্ট তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন। ছবির ক্যাপশন, ‘হে ভারত, আমরা সবাই মিলে কিছু করি নাকি?’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে জল্পনা বাড়িয়েছে। কেউ অনুমান করছেন এটি হয়তো একটি নতুন আন্তর্জাতিক প্রজেক্টের ইঙ্গিত।
ছবিতে শাহরুখ খান গাঢ় রঙের স্টাইলিশ স্যুটে, সালমান খান ফরমাল পোশাকে, আমির খান কালো পাঞ্জাবি ও সাদা পায়জামায় এবং মিস্টারবিস্ট সাধারণ কালো পোশাকে উপস্থিত।
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক প্রজেক্ট ঘোষণা করা হয়নি, এই ছবি ডিজিটাল যুগে ভারতীয় সিনেমা ও বৈশ্বিক বিনোদনের সম্ভাব্য সংযোগের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট 

























