এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ থাকবে না। সবাই বাংলাদেশের নাগরিক এবং সমান অধিকার পাবে।’ মসজিদ, মন্দির বা গির্জা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকেই যেন নিরাপত্তা দিতে আলাদাভাবে পাহারা বসাতে না হয়, এমন নিরাপদ সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেলাওয়ার হোসেন বলেন, ‘দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকার কারণেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলা কষ্টের মধ্য দিয়েই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না।’
তিনি বলেন, ‘মালিকদের ইচ্ছামতো মজুরি নির্ধারণের কারণে শ্রমিকরা ঠকে যাচ্ছেন। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করবে।’ জামায়াত ক্ষমতায় গেলে কৃষকদের বিনা সুদে ঋণ এবং পর্যাপ্ত সার সরবরাহের ব্যবস্থা করার ঘোষণা দেন জামায়াতের এই নেতা।
শ্রমিক-কৃষকদের সন্তানদের জন্য বিনা মূল্যে শিক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণের প্রতিশ্রুতি দেন তিনি। প্রয়োজনে শ্রমিকদের জন্য পৃথক হাসপাতাল প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। স্বল্প আয়ের শ্রমিকদের সুবিধার্থে তাদের জন্য টিসিবির পণ্য বিতরণের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা ও অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেলাওয়ার হোসেন বলেন, ‘একটি মহল জামায়াত সম্পর্কে ভুল-বোঝাবুঝি তৈরি করে।’ তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘জামায়াত কর্মীরা কখনো কোনো মন্দিরে আঘাত করেনি, চাঁদাবাজি বা লুটপাট করেনি। বরং তাদের ধর্মীয় উপাসনাগুলো পাহারা দিয়েছে।’

ডেস্ক রিপোর্ট 



















