জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের পক্ষ থেকে একটি “পাতানো নির্বাচন” আয়োজনের চেষ্টা চলছে, যা মেনে নেওয়া হবে না; প্রয়োজনে জনগণকে পথে নামাতে হবে। তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন। উপজেলা পরিষদ বাতিলের পর থেকে জাতীয় পার্টি ২৩ অক্টোবরকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছে।
জিএম কাদের অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয়—তাদের নিজস্ব একটি দল আছে এবং সেই দলের সুবিধাভোগীর পরামর্শে সরকার চলছে। তিনি বলেন, এমন নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে যাকে ভয়াবহভাবে “শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা” হচ্ছে; এই ধরনের ভোট পোষাতে দেওয়া যাবে না। তিনি আরও দাবি করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিতে বিচার নিশ্চিত করতে হবে।
চেয়ারম্যান বলেন, দেশকে গৃহযুদ্ধে নিক্ষেপ করার পরিবেশ তৈরি করা হচ্ছে এবং বর্তমান সরকারের শাসনে আইন-শৃঙ্খলা অগ্রহণযোগ্যভাবে দুর্বল হয়েছে — প্রতিমাসে মানুষ হত্যা হচ্ছে। তিনি উল্লেখ করেন, মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক কার্যক্রম সংকুচিত ও বিনিয়োগ বন্ধ; ফলে দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে এবং ত্রাণের দীর্ঘ লাইনের কথা তুলে ধরেন।
তিনি প্রয়াত লতিফ এরশাদকে দূরদর্শী নেতা হিসেবে স্মরণ করে বলেন, তিনি উপনিবেশিক শাসন ব্যবস্থাকে ভাঙিয়ে জনগণের হাতে উপজেলা শাসন ব্যবস্থা দিয়েছেন; সেই পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা ফের চালু করা হবে বলে জাতীয় পার্টি প্রতিশ্রুতি রাখে।
সভায় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

ডেস্ক রিপোর্ট 






















